Advertisment

Anubrata Mondal: শ্রীঘরে 'পচছেন' কেষ্ট! আর তাঁর মঙ্গলকামনায় ৩ কুইন্টাল কাঠ-২৫ কেজি ঘি-তে বিরাট যজ্ঞ

TMC Birbhum: যজ্ঞ তো হল। দেবতার আশীর্বাদে গরু পাচারে অভিযুক্ত বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি লোকসভা ভোটর কি গরাদের বাইরে বেরতে পারবেন? এখন সেটাই দেখার।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata mondal mahayagya bolpur , অনুব্রত মণ্ডল মহাযজ্ঞ বোলপুর

প্রিয় নেতার মঙ্গলকামনায় চলছে হোমযজ্ঞ।

Anubrata Mondal Mahayagya: অনুব্রত মণ্ডলের ঠিকানা এখনও দিল্লির তিহাড় জেল! তবুও লাল মাটির দেশে তৃণমূলের কেষ্টর উপস্থিতি বহাল তবিয়তে। যা শনিবার টের পেলেন বীরভূমবাসী!

Advertisment
publive-image
চলছে যজ্ঞ।

জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার নাকি ভাল দিন। কিন্তু 'মহান' নেতা তো জেলে প্রবল বিড়ম্বনায়। তাই তাঁর মঙ্গলকামনায় বোলপুরের রেল ময়দানে দুর্গা মন্দিরের সামনে বিশাল যজ্ঞ হল এদিন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার মানুষ এসে এই যজ্ঞে যোগদান করেন।

publive-image
দলীয় কর্মীদের সঙ্গেই রয়েছেন জেলা তৃণমূল নেতৃত্বও।

এসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০জন পুরোহিত। জেলা তৃণমূল সূত্রে খবর, তিন কুইন্টাল বেল কাঠ দিয়ে সাজানো হয়েছিল যজ্ঞস্থল। তাতে অর্পণ করা হয় ২৫কেজি ঘি।

publive-image
ঢাক বাজিয়ে চলছে যজ্ঞ।

অনুব্রত না থাকার জন্য জেলাতে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনুব্রত ফিরে এলে জেলায় স্থিরতা ফিরবে। তাই এই যজ্ঞের আয়োজন বলে দাবি করেছেন অনুব্রত না থাকার জন্য জেলাতে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনুব্রত ফিরে এলে জেলায় স্থিরতা ফিরবে। তাই যজ্ঞে আয়োজন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। যত দিন না অনুব্রত মণ্ডল মুক্তি পাচ্ছেন ততদিন মাঝে মধ্যেই এ ধরণের যজ্ঞ চলবে বলে জানানো হয়েছে।

publive-image
যজ্ঞের পর ভোগ বিকরণে ব্যস্ত মন্ত্রী।

জেলা জুড়ে অনুব্রতর ছবি দিয়ে ২৫টি গেট তৈরি করা হয়। অনুব্রত ছাড়াও সেখানে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

publive-image
বোলপুরের রেল ময়দানে দুর্গা মন্দিরের সামনে হয় এদিনের যজ্ঞ।

যজ্ঞ তো হল ধুমধাম করে। দেবতার আশীর্বাদে গরু পাচারে অভিযুক্ত বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি লোকসভা ভোটর কি গরাদের বাইরে বেরতে পারবেন? এখন সেটাই দেখার।

Bolpur Birbhum anubrata mondal
Advertisment