Anubrata Mondal Mahayagya: অনুব্রত মণ্ডলের ঠিকানা এখনও দিল্লির তিহাড় জেল! তবুও লাল মাটির দেশে তৃণমূলের কেষ্টর উপস্থিতি বহাল তবিয়তে। যা শনিবার টের পেলেন বীরভূমবাসী!
Advertisment
জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার নাকি ভাল দিন। কিন্তু 'মহান' নেতা তো জেলে প্রবল বিড়ম্বনায়। তাই তাঁর মঙ্গলকামনায় বোলপুরের রেল ময়দানে দুর্গা মন্দিরের সামনে বিশাল যজ্ঞ হল এদিন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার মানুষ এসে এই যজ্ঞে যোগদান করেন।
এসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০জন পুরোহিত। জেলা তৃণমূল সূত্রে খবর, তিন কুইন্টাল বেল কাঠ দিয়ে সাজানো হয়েছিল যজ্ঞস্থল। তাতে অর্পণ করা হয় ২৫কেজি ঘি।
অনুব্রত না থাকার জন্য জেলাতে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনুব্রত ফিরে এলে জেলায় স্থিরতা ফিরবে। তাই এই যজ্ঞের আয়োজন বলে দাবি করেছেন অনুব্রত না থাকার জন্য জেলাতে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনুব্রত ফিরে এলে জেলায় স্থিরতা ফিরবে। তাই যজ্ঞে আয়োজন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। যত দিন না অনুব্রত মণ্ডল মুক্তি পাচ্ছেন ততদিন মাঝে মধ্যেই এ ধরণের যজ্ঞ চলবে বলে জানানো হয়েছে।
জেলা জুড়ে অনুব্রতর ছবি দিয়ে ২৫টি গেট তৈরি করা হয়। অনুব্রত ছাড়াও সেখানে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
যজ্ঞ তো হল ধুমধাম করে। দেবতার আশীর্বাদে গরু পাচারে অভিযুক্ত বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি লোকসভা ভোটর কি গরাদের বাইরে বেরতে পারবেন? এখন সেটাই দেখার।