গরুপাচার মামলায় জেলবন্দি তিহাড় জেলে বন্দি অনুব্রত ও সুকন্যা। তবে এখনও তাঁদের দেখা হয়নি। এবার অবশ্য বাপ-বেটির চোখাচুখি হবে। মিলেছে প্রয়োজনীয় অনুমতি। আগামিকাল অর্থাৎ শনিবার 'বাঘ' কেষ্টর সঙ্গে দেখা হবে তাঁর মেয়ে সুকন্যার। অনুব্রত মণ্ডল শুক্রবার নিজেই সেকথা জানিয়েছেন। আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, 'মেয়ের সঙ্গে দেখা হবে। শনিবার।'
তিহাড় জেলেরই এক পদাধিকারীর দফতরে একটি নির্দিষ্ট সময় অনুব্রত ও সুকন্যাকে সেল থেকে নিয়ে আসা হবে। সেখানেই মিনিট ১৫ বাপ-বেটি কথা বলবেন। তবে এই সাক্ষাৎ একান্তে হবে না, তাঁদের কথা হবে জেল কর্তৃপক্ষের তরফে মনোনিত দু’জন আধিকারিকের উপস্থিতিতে।
গরু পাচার মামলায় দিল্লিতে সুকন্যাকে গ্রেফতার করে ইডি। যা নিয়ে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের 'বিবেক' নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি। তার আগে অনুব্রত মেয়ের গ্রেফতারি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন।