জেল ওয়াপসির আর্জি ‘বীর’ কেষ্টর, কোন কোন যুক্তি দেখিয়ে আদালতে আবেদন?

মমতা শুক্রবারই অনুব্রতকে স্বপদে বহাল রেখেছেন।

anubrata Mondals application for return from tihar jail to asansol jail , জেল ওয়াপসির আর্জি 'বীর' কেষ্টর, কোন কোন যুক্তি দেখিয়ে আদালতে আবেদন?
অনুব্রত মণ্ডল।

দিন কয়েক হয়েছে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু এর মধ্যেই আর সেখানে মন টিঁকছে না বীরভূমের জেলা তৃণমূল সভাপতির। ফলে দিল্লির তিহাড় জেল থেকে তাঁকে আসানসোল সংশোধনাগারে ফেরানোর আর্জি জানালেন ‘বীর’ কেষ্ট। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই মর্মে আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

গত ৭ মার্চ দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যায় ইডি। গরু পাচার মামলায় তৃণমূল নেতার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। তার পর থেকে দিল্লির তিহাড় জেলেই রয়েছেন অনুব্রত। আগামী ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

শনিবার রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলে আইনজীবী সাত পাতার একটি আবেদনপত্র জমা করেছেন। সেখানে উল্লেখ, তাঁর মক্কেলের বিরুদ্ধে গরু পাচারের মূল মামলা দায়ের হয়েছে কলকাতায়। তাঁকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ইডি অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি নিয়ে এসেছে। ইতিমধ্যে সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে। তাই আবার আসানসোল সংশোধনাগারেই ফেরানো হোক বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। এক্ষেত্রে প্রয়োজনে আসানসোল সংশোধনাগারে গিয়েই অনুব্রতের বয়ান রেকর্ড করতে পারে ইডি।

উল্লেখ্য, বীরভূমের দলীয় সংগঠনকে পোক্ত রাখতে শুক্রবারই জেলা নেতৃত্বের সঙ্গে কালীঘাটে বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে অনুব্রতকে স্বপদে বহাল রাখা হয়েছে। অর্থাৎ জেলা সভাপতি পদেও রয়েছেন তিনি। একসঙ্গে সকলকে কাজের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়-ফুলে কেষ্ট বিরোধী বলে পরিচিত নানুরের তৃণণূল নেতা কাজল শেখকেও বেশি মুখ না খোলার নিদান দিয়েছেন দলনেত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Anubrata mondals application for return from tihar jail to asansol jail

Next Story
DA ধর্মঘটে সামিলের জের! বেতন কেটে কড়া পদক্ষেপ নবান্নের, সঙ্গে বদলিও
Exit mobile version