Advertisment

মানসিকভাবে বিপর্যস্ত, বাবার পথে হেঁটেই সিবিআই-কে ফেরালেন অনুব্রত-কন্যা সুকন্যা

সুকন্যার নামে থাকা সম্পত্তির সঙ্গে গরু পাচারের টাকার কোনও যোগ রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
is sukanya will go at ed office today in cow smuggling case?

আজ ইডির দফতরে হাজিরা দেবেন সুকন্যা?

গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বীরভূম জেলা সভাপতির কন্যা সুকন্যা মণ্ডল। জল্পনা ছিল কবে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই আধিকারিকরা। এসবের মধ্যেই বুধবার বেলা ১২টা ১০ নাগাদ সিবিআই আধিকারিকরা বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছন। সেখানেই সুকন্যাকে নোটিস দেওয়া হয়।মিনিট ১৫-র মধ্যে কেষ্টর বাড়ি ছাড়েন সিবিআই গোয়েন্দা দলটি। সিবিআই সূত্রে খবর, সুকন্যা এ দিন গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Advertisment

অনুব্রত মণ্ডলও একাধিকবার সিবিআই তলব এড়িয়েছিলেন। প্রথম নোটিস পেয়ে কার্যত বাবার পথেই হাঁটলেন কন্যা। কথা বললনে না কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে। সিবিআই সূত্রে খবর, সুকন্যা মণ্ডল জানিয়েছেন, তাঁর মা মারা গিয়েছেন। বাবা গ্রেফতার হয়েছেন। ফলে এই মুহূর্তে তাঁর মানসিক অবস্থা ভাল নেই।

নিচুপট্টিতে অনুব্রতর বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখায়। সূত্রে খবর, ওই শাখায় অনুব্রত বা তাঁর মেয়ের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চেয়েছেন গোয়েন্দারা।

সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিবিআই গোয়েন্দাদের স্ক্যানারে। পেশায় প্রাথমিক শিক্ষিকা হয়েও সুকন্যার নামে এত সম্পত্তি হল কীভাবে, দুই সংস্থার ডিরেক্টরই বা কীভাবে হলেন সুকন্যা, সেটাইজানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সুকন্যার নামে থাকা সম্পত্তির সঙ্গে গরু পাচারের টাকার কোনও যোগ রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

অনুব্রত মণ্ডলের বাড়ি যাওয়ার আগে বুধবার সকালে দু'ঘন্টা তাঁর আইনজীবী মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।

tmc anubrata mondal cbi Cattle Smuggling
Advertisment