scorecardresearch

বাংলা থেকে দিল্লিতে তলব, টানা প্রশ্নে ‘বিস্ফোরক তথ্য’, গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি

গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি।

anubrata's acoountant manish kothari arrested by ed
অনুব্রত মণ্ডল।

গরু পাচার মামলায় গ্রেফতার মণীশ কোঠারি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল ইডি। জিজ্ঞাসাবাদের জন্য বাংলা থেকে দিল্লিতে ডেকে পাঠিয়ে মণীশ কোঠারিকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, মণীশকে মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদে গরু পাচার মামলায় ‘অবাক করে দেওয়ার মতো’ একাধিক তথ্য মিলেছে। সেই কারণেই তাঁকে এবার হেফাজতে নিয়ে বিস্তারিতভাবে জেরা করা প্রয়োজন বলে মনে করেন তদন্তকারীরা। অন্যদিকে, বুধবার দিল্লিতে অনুব্রত মণ্ডলের কন্য সুকন্যাকেও ডেকে পাঠিয়েছে ইডি।

দেহরক্ষীর পর এবার ইডির জালে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। এর আগেও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। গরু পাচার মামলার তদন্তে নেমে নামে-বেনামে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ মিলেছে। শুধু অনুব্রত মণ্ডলই নন, তাঁর প্রয়াত স্ত্রী, কন্যার নামেও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাচ্ছেন বায়রন? আগে উসকেছিলেন ‘বিতর্ক’, এবার বললেন ‘সাফ কথা’

বিভিন্ন ব্যাংকে কেষ্টর নামে-বেনামে থাকা অ্যাকাউন্টে কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি ইডির। ইতিমধ্যেই সেব্যাপের একগুচ্ছ তথ্য পেয়েছেন ইডি ও সিবিআইয়ের আধিকারিকরা। হিসারক্ষক হিসেবে অনুব্রত মণ্ডলের যাবতীয় লেনদেনের ব্যাপারে মণীশ কোঠারি এমন অনেক কিছুই জানেন যা আর কেউ জানেন না, এমনই মনে করছে ইডি।

আরও পড়ুন- ‘কথায়-কথায় চাকরি খাবেন না, দরকার হলে আমায় মারুন’, আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

মঙ্গলবার মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদে এমন বেশ কিছু বিস্ফোরক তথ্য মিলেছে বলে ইডি সূত্রের খবর। এদিন সকাল ১১টা নাগাদ ইডির দিল্লির দফতরে ঢুকেছিলেন মণীশ কোঠারি। দিনভর দফায়-দফায় তাঁকে জিজ্ঞাসাবাদের পর শেষমেশ রাত সাড়ে ৮টা নাগাদ ইডি তাঁকে গ্রেফতার করেছে। সম্ভবত আগামিকাল তাঁকে আদালতে তুলবে কেন্দ্রীয় সংস্থা। এদিকে, বুধবার দিল্লিতে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকেও।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Anubratas acoountant manish kothari arrested by ed557479