সিবিআই হাজিরা এড়ালেন কেষ্ট-কন্যা। অনুব্রত মণ্ডলের মেয়ের নামে মিলেছে সম্পত্তির পাহাড়। এছাড়াও ব্যাঙ্কে সুকন্যা মণ্ডলের নামে মিলেছে মোটা টাকার ফিক্সড ডিপোজিট। এসব নিয়েই সুকন্যার কাছে আগেই বিস্তারিত নথি চেয়েছিল সিবিআই। আইনজীবী মারফত নথি পাঠিয়েছিলেন সুকন্যা। তবে সেই নথিতে সন্তুষ্ট নয় সিবিআই। তাই তাঁকে ফের নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আজই তাঁকে সিবিআই ডেকে পাঠিয়েছিল। তবে এই মুহূর্তে রাজ্যের বাইরে থাকার কারণ দেখিয়ে হাজিরা জন্য 'সময়' চেয়ে নিয়েছেন সুকন্যা, এমনই খবর সূত্রের।
গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়ের নামেও বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। বীরভূমের ভোলে ব্যোম রাইসমিলের মালিকানা রয়েছে তাঁর নামে। এছাড়াও সুকন্যা মণ্ডলের নামে জমিরও হদিশ পেয়েছে সিবিআই। একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকার পদে চাকরি করে কীভাবে বিপুল পরিমাণ এই সম্পত্তির মালিক হলেন তিনি? এখমও এই প্রশ্নের স্পষ্ট উত্তর অধরা। এর আগে সেপ্টেম্বর মাসে সুকন্যা মণ্ডলের নামে থাকা সংস্থার যাবতীয় নথি চেয়ে পাঠায় সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যা তাঁর আইনজীবী মারফত সেই নথি পাঠিয়েছিলেন সিবিআইকে।
আরও পড়ুন- চাকরির দাবিতে তুলকালাম, টেট উত্তীর্ণদের বেনজির বিক্ষোভে উত্তাল করুণাময়ী
যদিও সুকন্যার পাঠানো সেই নথিতে সন্তুষ্ট নয় সিবিআই। সিবিআই সূত্রের দাবি, পর্যাপ্ত নথি পাঠাননি সুকন্যা। তাই আজ তাঁকে ডেকে পাঠায় তদন্ত সংস্থা। তবে এই মুহূর্তে রাজ্যের বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছেন, এমনই খবর সূত্রের। তবে রাজ্যে ফিরলে নিজেই সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন কেষ্ট-কন্যা।
অন্যদিকে, সুকন্যাকে এবার দিল্লিতে তলব করেছে ইডি-ও। আগামী ২৭ অক্টোবর সুকন্যার সংস্থার লেনদেন সংক্রান্ত নথি ও তাঁর সম্পত্তির খতিয়ান সংক্রান্ত নথি নিয়ে তাঁকে তলব করেছে ইডি। সিবিআই হাজিরা এড়ানোর পর সুকন্যা ২৭ তারিখ দিল্লিতে যান কিনা সেটাই এখন দেখার।