ED-CBI ছোঁবেই না! রাতারাতি কোটিপতি তৃণমূল নেতাদের 'ধুঁয়াধার টিপস' অনুপমের!

আবারও বিজেপির কেন্দ্রীয় নেতার মন্তব্যে বঙ্গ রাজনীতিতে শোরগোল।

আবারও বিজেপির কেন্দ্রীয় নেতার মন্তব্যে বঙ্গ রাজনীতিতে শোরগোল।

author-image
IE Bangla Web Desk
New Update
Anupam Hazra received encounter threat in X handle

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।

তৃণমূল নেতাদের বিজেপিতে যোগের আহ্বান অনুপম হাজরার। তবে এই আহ্বান জানাতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অইবপম যা বললেন তা নিযে তৈরি হয়েছে তুপমুল বিতর্ক। দুর্নীতি ঢাকতে শেষমেশ বিজেপিই কি একমাকত্র রক্ষাকবচ? অনুপম হাজরার কথায় এবার আর ইঙ্গিত নয়, সেটাই দেখছেন বিরোধী নেতারা। রাতাপাতি কোটিপতি হওয়া তৃণমূল নেতাদের বিজেপির অনুপমের দেওয়া 'টিপস' বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।

Advertisment

কী বলেছেন অনুপম হাজরা?

"রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া তৃণমূল নেতারা যদি মনে করেন যে ইডি-সিবিআই আসবে তাহলে বিজেপিতে আসুন। চুরি ছেড়ে খোলা মঞ্চে আসুন। আমার ফেসবুক পেজে একটি নম্বর দেওয়া আছে। সামনে বলতে লজ্জা হলে কানে কানে বলুন।" ইডি-সিবিআই হানা থেকে বাঁচতে তবে কি বিজেপিই রক্ষাকবচ? খোদ বিজেপির কেন্দ্রীয় নেতার এই মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে।

Advertisment

আরও পড়ুন- রাস্তার কুকুরের উপর অবর্ণনীয় অত্যাচার, অবলা জীবের করুণ দশা চোখে জল আনবে!

এদিকে, অনুপম হাজরার তৃণমূল নেতাদের বিজেপিতে যোগের এহেন আহ্বানে টিপ্পনি কাটতে শুরু করেছে বিরোধীরা। সংবাদমাধ্যমে এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "অনুপম হাজরা দল বদলে বিজেপিতে গেছে। তৃণমূলে থেকে যেমন বিজেপি করা যায়, তেমনই বিজেপিতে থেকেও তৃণমূলের হয়ে কাজ করা যায়। কোটিপতি-দুর্নীতি সঙ্গে নিয়ে তৃণমূলও যেমন চলে তেমনই চলে বিজেপিও।"

অন্যদিকে, অনুপমের এহেন মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "মমতা ব্যানার্জির আশীর্বাদে একবার সম্ভবত শেষবার সাংসদ হয়েছেন তিনি। বিজেপি এমন একটা দল যারা মিডস কলে মেম্বারশিপ দেওয়া শুরু করেছিল। ভয়-পয়সার লোভ দেখিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে।"

আরও পড়ুন- আবহাওয়ায় বিরাট বদল আসতে চলেছে! আজ তারই আঁচ কলকাতাতেও?

কংগ্রেস নেতা সৌম্য আইচের কথায়, "ওঁর কথা থেকে এটা বোঝা গেল যে বিজেপিতে যাও আর দুর্নীতি ধুয়ে নাও। সিবিআই ও ইডি ওঁদের হয়ে এই কাজগুলিই করে।"

tmc bjp cbi West Bengal ED Anupam Hazra