Advertisment

'বীরভূমের গোমাতারা নিশ্চিন্তে বিচরণ করছে', ভিডিও পোস্ট করে কেষ্টকে বেনজির টিপ্পনি অনুপমের

গরু পাচার মামলায় বুধবারই গ্রেফতার হয়েছেন অনুবপর্ত মণ্ডলের কন্যা সুকন্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
Anupam Hazra criticize Anubrata Mandal by a facebook post

সুকন্যা গ্রেফতার হতেই ফের কেষ্টকে নজিরবিহীন কটাক্ষ অনুপমের।

গরু পাচার মামলায় এবার কেষ্ট-কন্যা সুকন্যা গ্রেফতার হওয়ার পর ফেসবুকে বেনজির টিপ্পনি ছুঁড়ে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নজিরবিহীন কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির এই নেতা। ভিডিও-তে দেখা যাচ্ছে কয়েকটি গরু একটি বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। ওই বাড়িটিই অনুব্রত মণ্ডলের বলে দাবি অনুপমের। ওই ভিডিও-টি পোস্ট করে অনুপম লিখেছেন, 'গতকাল কন্যা গ্রেফতার হওয়ার পর সেই বাড়ির সামনের ছবি। বীরভূমের গোমাতারা নিশ্চিন্তে বিচরণ করছে !!!'

Advertisment

অনুপম হাজরার ফেসবুক পোস্ট থেকে নেওয়া ভিডিও।

গরু পাচার মামলায় একাধিকবার তলবে হাজিরা এড়ালেও গলকাল সন্ধেয় ফের ডাক পেয়ে দিল্লি গিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নেরই উত্তরই দিতে পারেননি সুকন্যা। এরপরেই গতকাল সন্ধেয় তাঁকে গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন- সুপ্রিম রক্ষাকবচ ‘ঢাল’, আদালতে আত্মসমর্পণ ‘ফেরার’ আবদুল লতিফের

কেষ্ট-কন্যা গ্রেফতারের পর এদিন বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'ক্ষমতার চূড়ায় থাকাকালীন যে বাড়ি ঘেরা থাকতো অসংখ্য পুলিশ দিয়ে, লেগে থাকতো মানুষের ভিড়, গতকাল কন্যা গ্রেফতার হওয়ার পর সেই বাড়ির সামনের ছবি…….বীরভূমের গোমাতারা নিশ্চিন্তে বিচরণ করছে !!! তাই, "খেলা হবে", "ভয়ংকর খেলা হবে" ইত্যাদি প্রলাপ বকে লাভ নেই… …"আসল খেলা" তো "সময়" খেলবে, ঠিক বুঝিয়ে দেবে - "কর্ম যেমন করবেন, ফল তেমনই ভোগ করতে হবে"… - কথাটি দলমত নির্বিশেষে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, ইতিহাস তার সাক্ষী !!!'

উল্লেখ্য, গত বছরের অগাস্ট মাসে গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় কেষ্ট মণ্ডলকে। নামে-বেনামে অনুব্রত মণ্ডলের পাহাড়-প্রমাণ সম্পত্তির হদিশ পেয়েছে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। মেয়ে সুকন্যা মণ্ডল ও প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামেও বিপুল সম্পত্তির পাহাড় গড়েছেন কেষ্ট। ওই সব সম্পত্তিই গরু পরাচারের টাকায় কেনা হয়েছে বলে দাবি ইডি ও সিবিআইয়ের। আপাতত দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল।

anubrata mondal cbi ED Cow Smuggling Anupam Hazra sukanya mandal
Advertisment