এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে রাজ্যকে বিঁধে নজিরবিহীন কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই এগরায় বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণাকেও এদিন কটাক্ষ করেছেন বিজেপি নেতা।
মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তী সময়ে বেসরকারি সূত্র মারফত জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বেড়েছে। তবে এদিন দুপুরেই তড়িঘড়ি ঘটনার তদন্তভার সিআইডিকে নিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নবান্নে এদিন জানিয়েছেন, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এর আগেও বেআইনি বাজি কারখানার মালিককে পুলিশ গ্রেফতার করেছিল। এক্ষেত্রেও তাই করা হবে।
আরও পড়ুন- এগরা বিস্ফোরণে মমতার সাফাই! কিন্তু মুড়ি-মুড়কির মতো ঢালাও বাজি কারখানা কীভাবে? সর্ষেতেই ভূত!
যদিও বিজেপি নেতা অনুপম হাজরা এগরা-কাণ্ড নিয়ে নজিরবিহীন কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এদিন বিজেপি নেতা লিখেছেন, ''পঞ্চায়েত ভোটের প্রস্তুতি পর্যায়ে এগরা পারমাণবিক কেন্দ্রে বোমা বানাতে গিয়ে মৃত বৈজ্ঞানিকদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা অনুদান ঘোষণা মামা-টিমা-নুষের 'মানবিক' মুখ্যমন্ত্রীর।''
আরও পড়ুন- এগরায় বিস্ফোরণ: মারাত্মক আশঙ্কা সুকান্তর! NIA চেয়ে তড়িঘড়ি শাহকে চিঠি
এদিন এগরার বিস্ফোরণের সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এগরাকাণ্ডে এনআইএ তদন্ত করলে তাতেও তাঁর কোনও আপত্তি থাকবে না বলে স্পষ্ট রে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।