তৃণমূলের নেতা-মন্ত্রীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি কেটে মন্তব্য করায় এবার এনকাউন্টারের হুমকি বিজেপি নেতা অনুপম হাজরাকে। এক্স হ্যান্ডেলে সেই হুমকি পেয়ে এবার পাল্টা সোচ্চার অনুপমও। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এক্স হ্যান্ডেলেই পাল্টা টিপ্পনি বিজেপি নেতার।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারের পর আদালতে তোলা হলে জ্ঞান হারান জ্যোতিপ্রিয় মল্লিক। শেষমেশ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এর আগেও একাধিক দুর্নীতিতে ধরা পড়তেই তৃণমূলের আরও কয়েকজন নেতা-মন্ত্রীকেও হাসপাতালে ভর্তি হতে দেখা গিয়েছিল। যা ঘিরে বিতর্কও কম হয়নি। রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতারের পর জ্যোতিপ্রিয় মল্লিকও হাসপাতালে ভর্তি হওয়ায় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
সেই পোস্টে তিনি লিখেছিলেন, "তৃণমূলের নেতা মন্ত্রীরা অ্যারেস্ট না হলে আমরা জানতেই পারতাম না যে ওনারা প্রত্যেকেই এতদিন নিজেদের শারীরিক অসুস্থতা চেপে রেখে, জীবনের ঝুঁকি নিয়ে, পশ্চিমবঙ্গের জনগণের সেবা করে চলেছেন।"
অনুপমকে এনকাউন্টার হুমকি…
অনুপমের এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়াতেই তাঁকে এনকাউন্টারের হুমকি দেওয়া হয। সেই হুমকি বার্তায় লেখা হয়েছে, "যতক্ষণ না তোর এনকাউন্টার হচ্ছে, আমি বুঝতে পারছি না, পশ্চিমবঙ্গ পুলিশ কি খেলনা বন্দুক ব্যবহার করে, না আসল।" এই হুমকি পোস্টটিকেই রি-পোস্ট করে অনুপম পাল্টা এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমার এক্স-হ্যান্ডেলে মমতা ও অভিষেক ব্যানার্জির কোম্পানির কিছু কর্মচারীর কাছ থেকে "এনকাউন্টার থ্রেট" পেয়েছি!!!"
আরও পড়ুন- ‘ও সব নাটক, কিচ্ছু হয়নি!’ চিকিৎসাধীন বালুকে বীভৎস আক্রমণ শুভেন্দুর