জোড়া ধাক্কা বিদ্রোহী অনুপম হাজরার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার প্রাক্তন সাংসদ অনুপম হাজরার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অনুপমকে সরিয়ে দিলেন নাড্ডা। মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং একথা জানিয়েছেন।
উল্লেখ্য, ক্রমাগত দলের শীর্ষ নেতৃত্ব, বঙ্গ বিজেপি নেতাদের সমালোচনা করেই চলেছিলেন অনুপম। প্রাক্তন সাংসদ তৃণমূলের মঞ্চেও উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় এক নাগাড়ে দলের নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের আক্রমণ করে যাচ্ছিলেন। এটা যে বঙ্গ নেতারা ভাল চোখে দেখছিলেন না তা হাবে-ভাবে আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল অনুপমকে। তা-ও থামছিলেন না তিনি। এবার কেন্দ্রীয় নেতৃত্বও অনুপমকে বুঝিয়ে দিল, দলের বিরুদ্ধে যাওয়ার ফল কী হতে পারে।
সম্প্রতি অনুপমকে সতর্ক করার প্রথম পদক্ষেপ হিসাবে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়। কেন্দ্রীয় সম্পাদক হওয়ার কারণে শাহের মন্ত্রকের তরফে তাঁকে এই নিরাপত্তা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন কেন্দ্রের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুপম। গত ৫ ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন ভোটে ঝাঁপাতে বাংলায় এসে নয়া টিম শাহ-নাড্ডার, বাদ তাবড় মুখ, ঠাঁই কাদের?
কিন্তু তাতেও যে তিনি দমবেন না সেটা ফেসবুক পোস্টে বুঝিয়ে দিয়েছিলেন অনুপম। গত রবিবার একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে, আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা?' এই পোস্টের ৪৮ ঘণ্টার মধ্যেই দলীয় পদ থেকে সরানো হল তাঁকে।