scorecardresearch

DA: সোম-মঙ্গল অফিসে না এলে কড়া মাশুল চোকাতে হবে, নির্দেশিকা জারি নবান্নর

সোম ও মঙ্গলবার রাজ্যের সব সরকারি দফতরে কর্মবিরতির ডাক আন্দোলনকারী যৌথ সংগ্রামী মঞ্চের।

anybody if don't atten office on Monday-Tuesday, wb govt will take strict action
ডিএ বিক্ষোভ দমনে কড়া রাজ্য সরকার।

DA নিয়ে রাজ্যের সরকার কর্মীদের প্রবল বিক্ষোভ-প্রতিবাদ দমনে এবার আরও কড়া অবস্থান নিল নবান্ন। আগামী সোম ও মঙ্গলবার সরকারি কর্মীরা অফিসে না এলে কড়া মাশুল চোকাতে হতে পারে। রীতিমতো নির্দেশিকা জারি করে সেকথা আগেভাগেই জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এককথায় সোম ও মঙ্গলবার রাজ্যের সব সরকারি কর্মচারীদের দফতরে যাওয়া বাধ্যতামূলক করেছে সরকার।

বকেয়া ডিএ চেয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। মাত্র ৩ শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার। তাতে মোটেই খুশি নন রাজ্যে সরকারি কর্মীদের একটি বড় অংশ। একদিকে কলকাতার ধর্মতলার শহিদ মিনার চত্বরে তাঁদের অবস্থান-অনশন আন্দোলন জারি রয়েছে। অন্যদিকে, পালা করে সরকারি দফতরগুলিতেও প্রতিবাদ-আন্দোলন চলছে।

আরও পড়ুন- বিদায় নিচ্ছে শীত, গরমে হাঁসফাঁস দশা কবে থেকে? জেনে নিন লেটেস্ট আপডেট

এবার আগামী সোমবার ও মঙ্গলবার রাজ্যের সব সরকারি দফতরে কর্মবিরতির ডাক ডিএ নিয়ে আন্দোলনরত সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চের। এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে ১২ জুলাই কমিটিও। আরও কয়েকটি সংগঠনও আন্দোলনরত সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে। রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশের পাশাপাশি দু’দিনের পেন ডাউন কর্মসূচিকে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন।

তবে রাজ্য সরকার কিন্তু বেশ কড়া। সোম এবং মঙ্গলবার অফিসে না এলে কর্মীদের চাকরি জীবনের ১ দিন কমিয়ে দেওয়া হবে। একইসঙ্গে পড়তে হতে পারে শোকজের মুখেও। একদিনের বেতনও কেটে নেওয়া হবে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর। নির্দিষ্ট ও যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া ওই দু’দিন অফিস কামাই করা যাবে না বলে নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন- পাহাড়ের কোলে ছবির মত সাজানো ছোট্ট গ্রাম, গেলে ফিরতে মনই চাইবে না

শনিবারই রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারির আগে থেকে মেটারনিটি লিভ কিংবা মেডিক্যাল লিভ নেওয়া থাকলে একমাত্র সেক্ষেত্রে ছুটি মঞ্জুর করা হবে। অন্যান্য ক্ষেত্রে কারও ছুটি গ্রাহ্য করা হবে না।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Anybody if dont atten office on monday tuesday wb govt will take strict action