Advertisment

Aparupa Poddar: তলে-তলে BJP-র সঙ্গে কথা 'পাকা' অপরূপার? পদ্ম প্রার্থীর বিস্ফোরক দাবিতে তুমুল চর্চা!

Aparupa Poddar-Lok Sabha Election 2024: আরামবাগ এবার ‘টাফ সিট’। এই কেন্দ্রে পরপর দু’বারের সাংসদ অপরূপা পোদ্দার। তাঁকে এবার দল ভোটে লড়ার টিকিট দেয়নি। আরামবাগ কেন্দ্র থেকে এবার জোড়াফুলের প্রতীকে লড়ছেন মিতালী বাগ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অপরূপা পোদ্দার জিতেছিলেন মাত্র ১১৪২ ভোটের ব্যবধানে। এবার আর এই কেন্দ্র থেকে অপরূপার উপর ভরসা রাখেনি দল। তাতেই বেজায় অভিমানী আরামবাগের পরপর দু’বারের সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Aparupa Poddar is in contact with BJP claims BJP candidate Kabir Shankar Bose

Aparupa Poddar: অপরূপা পোদ্দার।

Aparupa Poddar: দল টিকিট না দেওয়ায় প্রকাশ্যে অভিমান-উষ্মা ব্যক্ত করেছিলেন আগেই। এবার সেই অপরূপা পোদ্দারকে নিয়েই বিস্ফোরক দাবি শ্রীরামপুরের BJP প্রার্থী কবীরশঙ্কর বোসের (Kabirshankar Bose)। BJP-র সঙ্গে নাকি যোগাযোগ করেছেন আরামবাগের পরপর দু'বারের সাংসদ তথা তৃণমূলনেত্রী অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। বিজেপি প্রার্থীর এই দাবি শুনেই চটজলদি নিজের প্রতিক্রিয়াও দিয়ছেন অপরূপা।

Advertisment

অপরূপা পোদ্দার বলেছেন, "কবীরশঙ্করের দম থাকলে বলুন কোন বিজেপি নেতার সঙ্গে আমি যোগাযোগ করেছি। কে মিথ্যা অভিযোগ করছেন? বিধানসভা নির্বাচনে হেরো প্রার্থী হিসেবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি চিরকাল দলেই থাকব।"

আরও পড়ুন- Sheikh Shahjahan: অনুব্রতর হাল হতে পারে শাহজাহানেরও? ঈদের আগেই তিহাড়ে সন্দেশখালির ‘বাঘ’?

উল্লেখ্য, আরামবাগ লোকসভা কেন্দ্রের পরপর দু'বারের সাংসদ অপরূপা পোদ্দার। তবে এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) আরামবাগ থেকে দল তাঁকে টিকিট দেয়নি। তৃণমূল টিকিট না দেওয়ায় প্রকাশ্যে অভিমানও প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে।

তিনি বলেন, “আমার ভোটে লড়ার টাকা নেই। এটা হুগলির দুই মন্ত্রী ও এক প্রবীণ সাংসদ জানতেন। সেটা হয়তো তাঁরা দিদিকে বলেছেন। ভোটে লড়ার টাকা নেই বলেই টিকিট পেলাম না। কেন টিকিট পেলাম না সেই সাংসদ ও দুই মন্ত্রী বলতে পারবেন। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।”

Arambagh Aparupa Poddar tmc bjp loksabha election 2024
Advertisment