Advertisment

Lok Sabha Election 2024: 'টাকা নেই বলেই টিকিট পেলাম না', ভোটের মুখে বিস্ফোরক ইঙ্গিত বিদায়ী TMC সাংসদের

Lok Sabha Polls 2024: ভোটের মুখে এবার বিস্ফোরক পরপর দু'বারের তৃণমূল সাংসদ। গতবার মাত্র ১,১৪২ ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। তবে এবার আর তাঁর উপর ভরসা রাখেনি দল। ওই কেন্দ্র থেকে এক মহিলাকেই প্রার্থী করেছে তৃণমূল। এতেই বেজায় অভিমানী ওই সাংসদ। তাঁর টিকিট না পাওয়ার পিছনে টাকা না থাকার প্রসঙ্গ তুলে এনেছেন তিনি। দিন কয়েক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টাকা না থাকার কারণে এবারের লোকসভা ভোটে তিনি লড়তে পারছেন না বলে জানিয়েছিলেন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুরে সুর মিলিয়েই ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য বিদায়ী তৃণমূল সাংসদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Aparupa Poddar said that she did not get ticket for polls due to lack of money

Lok Sabha Polls 2024: ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য বিদায়ী তৃণমূল সাংসদের।

Lok Sabha Election 2024-Arambag: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) দলের টিকিট না পেয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের বিদায়ী সাংসদের। "ভোটে লড়ার টাকা নেই বলেই হয়তো টিকিট পেলাম না।" কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) সুরে সুর মিলিয়েই এবার দলের শীর্ষ নেতৃত্বের প্রতি চরম উষ্মা প্রকাশ হুগলির (Hooghly) আরামবাগের (Arambag) বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)।

Advertisment

দিন কয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) লড়ার মতো টাকা তাঁর কাছে নেই। সেকথা তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। তাই এবারের লোকসভা নির্বাচনে তিনি লড়তে পারছেন না বলেও প্রকাশ্যে জানিয়েছেন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুরে সুর মিলিয়েই ভোটে লড়ার টিকিট না পেয়ে টাকা না থাকার প্রসঙ্গ তুললেন হুগলির আরামবাগের পরপর দু'বারের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।

কী বলেছেন অপরূপা পোদ্দার?

"আমার ভোটে লড়ার টাকা নেই। এটা হুগলির দুই মন্ত্রী ও এক প্রবীণ সাংসদ জানতেন। সেটা হয়তো তাঁরা দিদিকে বলেছেন। ভোটে লড়ার টাকা নেই বলেই টিকিট পেলাম না। কেন টিকিট পেলাম না সেই সাংসদ ও দুই মন্ত্রী বলতে পারবেন। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।"

আরও পড়ুন- Nawsad Siddique: ডায়মন্ড হারবারেই দাঁড়াচ্ছেন না অন্যত্র? চাবুক লড়াইয়ের হুঙ্কারে ‘গরম’ ইঙ্গিত নওশাদের!

উল্লেখ্য, হুগলির আরামবাগ এবার 'টাফ সিট'। এই কেন্দ্রে পরপর দু'বারের সাংসদ অপরূপা পোদ্দার। তাঁকে এবার দল ভোটে লড়ার টিকিট দেয়নি। আরামবাগ কেন্দ্র থেকে এবার জোড়াফুলের প্রতীকে লড়ছেন মিতালী বাগ (Mitali Bag)। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অপরূপা পোদ্দার জিতেছিলেন মাত্র ১১৪২ ভোটের ব্যবধানে। এবার আর এই কেন্দ্র থেকে অপরূপার উপর ভরসা রাখেনি দল। তাতেই বেজায় অভিমানী আরামবাগের পরপর দু'বারের সাংসদ।

আরও পড়ুন- Abhijit Gangopadhyay: ‘কোনও স্ট্যান্ডার্ড নেই, ভেরি আনকালচারড’, এবার যেন ‘অ্যাটম বোমা’ ফাটালেন অভিজিৎ গাঙ্গুলি!

এদিকে, অপরূপা পোদ্দারের এই অভিমান প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, "টিকিট না পেলে কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। তবে দলে কে টিকিট পাবেন তা ঠিক করে রাজ্য নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে কোথায় প্রার্থী হবেন। দুঃখ, কষ্ট থাকবে। তবে দলের অন্য আরও দায়িত্ব তো থাকবে। সেই দায়িত্ব পালনের জায়গাও থাকবে।"

tmc Arambagh loksabha election 2024 Aparupa Poddar
Advertisment