Lok Sabha Election 2024-Arambag: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) দলের টিকিট না পেয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের বিদায়ী সাংসদের। "ভোটে লড়ার টাকা নেই বলেই হয়তো টিকিট পেলাম না।" কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) সুরে সুর মিলিয়েই এবার দলের শীর্ষ নেতৃত্বের প্রতি চরম উষ্মা প্রকাশ হুগলির (Hooghly) আরামবাগের (Arambag) বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)।
দিন কয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) লড়ার মতো টাকা তাঁর কাছে নেই। সেকথা তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। তাই এবারের লোকসভা নির্বাচনে তিনি লড়তে পারছেন না বলেও প্রকাশ্যে জানিয়েছেন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুরে সুর মিলিয়েই ভোটে লড়ার টিকিট না পেয়ে টাকা না থাকার প্রসঙ্গ তুললেন হুগলির আরামবাগের পরপর দু'বারের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
কী বলেছেন অপরূপা পোদ্দার?
"আমার ভোটে লড়ার টাকা নেই। এটা হুগলির দুই মন্ত্রী ও এক প্রবীণ সাংসদ জানতেন। সেটা হয়তো তাঁরা দিদিকে বলেছেন। ভোটে লড়ার টাকা নেই বলেই টিকিট পেলাম না। কেন টিকিট পেলাম না সেই সাংসদ ও দুই মন্ত্রী বলতে পারবেন। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।"
উল্লেখ্য, হুগলির আরামবাগ এবার 'টাফ সিট'। এই কেন্দ্রে পরপর দু'বারের সাংসদ অপরূপা পোদ্দার। তাঁকে এবার দল ভোটে লড়ার টিকিট দেয়নি। আরামবাগ কেন্দ্র থেকে এবার জোড়াফুলের প্রতীকে লড়ছেন মিতালী বাগ (Mitali Bag)। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অপরূপা পোদ্দার জিতেছিলেন মাত্র ১১৪২ ভোটের ব্যবধানে। এবার আর এই কেন্দ্র থেকে অপরূপার উপর ভরসা রাখেনি দল। তাতেই বেজায় অভিমানী আরামবাগের পরপর দু'বারের সাংসদ।
এদিকে, অপরূপা পোদ্দারের এই অভিমান প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, "টিকিট না পেলে কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। তবে দলে কে টিকিট পাবেন তা ঠিক করে রাজ্য নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে কোথায় প্রার্থী হবেন। দুঃখ, কষ্ট থাকবে। তবে দলের অন্য আরও দায়িত্ব তো থাকবে। সেই দায়িত্ব পালনের জায়গাও থাকবে।"