/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/Aprupa-Poddar.png)
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ফাইল ছবি।
নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর চেষ্টার বিরুদ্ধে আগেই সরব হন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এবার বিজেপির যুব নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির টুইট-বাণ সামলাতে তাঁকে 'তুই-তোকারি' সম্বোধন তৃণমূল সাংসদের। অভিযোগ প্রমাণ করতে না পারলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সাংসদের। টুইটে পাল্টা তোপ তরুণজ্যোতিরও।
গ্রুপ-সি তে নিয়োগের জন্য আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বেশ কয়েকটি নাম সুপারিশ করেছিলেন বলে দাবি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। টুইটে কয়েকটি নামের তালিকা দিয়ে তৃণমূল সাংসদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন বিজেপির এই তরুণ নেতা। এমনকী এই মামলায় তাঁকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন বিজেপির আইনজীবী নেতা।
Ur Great leader “Bangla Gaddar” ke sath din time deye chi,to ke 5,din dilam proman kore de,Jodi tui na paris tor birodhe o aayinee bebastha nebo. https://t.co/uH18vRsE6Z
— Aparupa Poddar (@AparupaPoddar) April 19, 2023
তাঁকে জবাব দিতেই এবার পাল্টা টুইটে অপরূপা পোদ্দার তোপ দেগেছেন। ৫ দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। দমবার পাত্র নন তরুণজ্যোতিও। ফের টুইট করে আরামবাগের সাংসদকে বিঁধেছেন বিজেপি নেতা।
আরও পড়ুন- বাঘের দেখা মিলল দার্জিলিঙের গভীর জঙ্গলে, ছবি পোস্ট বনমন্ত্রীর
আপনি দেশের মাননীয়া সাংসদ আফরিন আলী ম্যাডাম।। প্রমাণ তো দিয়ে দিলাম।। পড়তে পারেন না? চোখ দেখান ভালো করে।।
— Tarunjyoti Tewari (@tjt4002) April 19, 2023
উল্লেখ্য, এর আগে অপরূপার বিরুদ্ধে এই একই অভিযোগে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দু টুইট করে দাবি করেছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক নিশীথকুমার মালিক নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত।
আরও পড়ুন- দহনজ্বালা জুড়োতে দুয়ারেই বৃষ্টি! জেনে নিন দিনক্ষণ
চারটি টুইটে শুভেন্দুর দাবি ছিল, চিঠি পাঠিয়ে নির্দিষ্ট চাকরিপ্রার্থীদের তালিকা দিয়ে চাকরির সুপারিশ করেছেন তাঁরা। শুভেন্দুর দাবি নিয়ে অখিল গিরি এবং নিশীথকুমার মালিক মুখ না খুললেও অপরূপা এবং আবু তাহের পাল্টা আক্রমণ করেন বিরোধী দলনেতাকে।