'লুকিয়ে লুকিয়ে খাওয়া আমাদের অভ্যাস ছিল না। এখন যেভাবে করা হয়।' সোমবার কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধনধান্য অডটোরিয়ামে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নিজের লেখা কবিতাও পড়ে শুনিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সিঙ্গুর আন্দোলনের সময় নিজের অনশন প্রসঙ্গ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, '২৬ দিন অনশনের পর আমাদের ছেলেমেয়েরা কান্নাকাটি করছিল। ডাক্তাররাও বলছিল ওকে আর এভাবে রেখো না। আমি নিজেও ভেবেছিলাম হয় তো আর নাও বাঁচতে পারি। তবে কৃষকদের দাবির আন্দোলনটা আদায় করেই ছাড়ব। ওই লুকিয়ে লুকিয়ে খাওয়াটা আমাদের অভ্যাস ছিল না। এখন যেভাবে করা হয়।' তবে এই বক্তব্যের মধ্য দিয়ে কাদের জবাব দিতে চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- র্যাগিংয়েরই বলি স্বপ্নদীপ! মেনে নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
যদিও ওয়াকিবহাল মহলের ধারণা, এই মন্তব্যের মধ্য দিয়ে বিরোধীদের একাংশকেই বিঁধতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময়ে তাঁর ২৬ দিনের অনশন কর্মসূচি নিয়ে টিপ্পনি করতে দেখা গিয়েছে বিরোধী দলের একাধিক নেতাকে। এদিন কারও নাম না নিয়ে তাঁদেরই পাল্টা জবাব দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- স্বপ্নদীপ-মৃত্যুতে তোলপাড় যাদবপুর,পড়ুয়াদের ক্লাসে পাঠিয়ে ক্যাম্পাসে উদ্বিগ্ন বাবা-মা’রা
সোমবার কন্যাশ্রী দিবস। কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে তাঁরই মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের সাফল্য নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'কন্যাশ্রী একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের নাম একদিন গোটা বিশ্বের বুকে স্বর্ণাক্ষরে লেখা হবে। আমি বিশ্বাস করি এটা ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হবে।'