ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। রাজনৈতিক দড়ি টানাটানি থেকে আজ খানিকটা হলেও দূরে থাকতেই পছন করছেন নেতারাও। আজ সব নজর কাতারে। ফুটবলের বিশ্বকাপ কার হাতে উঠবে? মেসি না এমবাপে? কে দেবেন কাকে টেক্কা? ফুটবল বিশ্ব আজ দু'ভাগ। কেউ বাজি ধরছেন প্রিয় দল আর্জেন্তিনার হয়ে, কেউ আবার গলা ফাটাচ্ছেন ফ্রান্সের জন্য। বিজেপি নেতা দিলীপ ঘোষ অবশ্য এব্যাপারেও স্ট্রেট-কাট। তাঁর পছন্দ মেসিকেই। ফ্রান্সকে হারিয়ে এবারের বিশ্বকাপ জিতে নেবে আর্জন্তিনাই, আশায় বুক বাঁধছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
বিশ্বকাপ ফুটবলের রেমাঞ্চ তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করতে আগেই কাতারে পাড়ি জমিয়েছেন তৃণমূলের 'রঙিন' নেতা মদন মিত্র। আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মাঠে সশরীরে হাজির থাকছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক তাপস রায়ও। আজ পছন্দের দলের হয়ে গলা ফাটাতে দেখা যাবে তাবড় রাজনীতিবিদদের। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল ফাইনালে দুই তারকার ডুয়েল দেখার অপেক্ষায় ফুটছে গোটা বিশ্ব।
আরও পড়ুন- তৃণমূলকে ডিসেম্বর হুঁশিয়ারি, আসলে কী কনকনে ঠান্ডায় বিজেপির কাঁপুনি রুখলেন শুভেন্দু?
এদিকে, ফি দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধনা করা একপ্রকার অভ্যাসের মধ্যে এনে ফেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এহেন দিলীপ ঘোষও কিন্তু আজ ফুটবল মুডে। ফুটবল জ্বরে কাঁপছেন মেদিনীপুরের বিজেপি সাংসদও। বিশ্বকাপ ফাইনালে দিলীপ ঘোষের বাজি কিন্তু আর্জেন্তিনা। মেসি তাঁর ফেভারিট ফুটবলার। আজ তিনিও মেসি ম্যাজিক দেখার অপেক্ষাতেই রয়েছেন।
আরও পড়ুন- আসানসোল-কাণ্ডে বিজেপিকেই দুষছে তৃণমূল, মমতার নির্দেশে আজ যাচ্ছেন বাবুল-সায়নীরা
এদিন দিলীপ ঘোষ বলেন, ''মেসিদের পুরোন ইতিহাস আছে। মেসি যেভাবে খেলা দেখিয়েছেন এটা তাঁর শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই সবার সমর্থন তাঁর দিকেই আছে। আশা করব আর্জেন্টিনা জিতবে। ভালো খেলা উপহার দেবে মেসি ও তাঁর দল। কোনও দলকে সেভাবে সাপোর্ট করি না। তবে মেসিকে সাপোর্ট করি। একদিকে মেসি অন্যদিকে এমবাপে। আমরা ভালো খেলা দেখতে চাই।''