Arjun Singh Meets Mukul Roy: দুয়ারে ভোট। ফের দলবদলে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী মুকুল রায়। শুরু করেছেন প্রচারে। প্রতিপক্ষ তৃণমূলের পার্থ ভৌমিক। লড়াই কঠিন। কিন্তু মরিয়া 'প্রতাপশালী' অর্জনও। প্রচারে বেরিয়ে শুক্রবার অর্জুন পৌঁছে গেলেন কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে। রাজ্য রাজনীতিতে একদা 'চাণক্য' নামেই পরিচিত ছিলেন মুকুল। তবে এখন সক্রিয় রাজনীতি থেকে বিস্তর দূরে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। তাও নিজের রাজনীতির অন্যতম 'অভিভাবক' বলে এ দিন মুকুলের আর্শীবাদ নিতে তাঁর বাড়িতে যান অর্জুন সিং। 'শিষ্য'কে দেখেই হেসে ওঠেন বর্ষীয়ান মুকুল।
শুক্রবার সকালে ফুলের তোড়া নিয়ে মুকুল রায়ের বাড়িতে হাজির হন অর্জুন। তবে অর্জুনই প্রথম নন। এর আগে মুকুলের সঙ্গে দেখা করে এসেছেন ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও।
এ দিন ফুলের তোড়া দিয়ে মুকুল রায়কে সম্বর্ধনা জানিয়ে পায়ে হাত দিয়ে প্রনাম করেন অর্জুন সিং। সেই ছবি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। পরে অর্জুন সিং বলেন, 'মুকুল রায় এক সময় রাজনৈতিক অভিভাবক ছিলেন। ওঁর হাত ধরে রাজনীতি শিখেছি। আজ ওঁর কাছে এসে আশীর্বাদ নিলাম। মুকুল দা আশীর্বাদ করে ভোটে জেতার কথা বলেছেন। আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি। আমরা মুকুল রায়ের প্রোডাক্ট। অনেক কাজ করেছি ওঁর সঙ্গে। তাই আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি ছিল।' এছাড়াও বলেন, 'উনি পুরোপুরি সুস্থ এটা দেখেই ভালো লাগছে।'
আরও পড়ুন- Saayoni Ghosh: প্রচারে বেরিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা সায়নীর! তারপর যা হল…
অর্জুন সিং যখন মুকুল রায়ের বাড়িতে তখন সেখানে ছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশুও। বর্তমানে তিনি তৃণমূলে। কাঁচপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু। কী কথা হল অর্জিন-শুভ্রাংশুর? ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর কথায়, 'শুভ্রাংশু আমার ছেলের মতো। দলের সঙ্গে পারিবারিক সম্পর্ক আমি মেশাই না।'
দিন কয়েক আগেই অর্জুন সিং ব্যারাকপুরে দীর্ঘ দিনের বাম সাংসদ তড়িৎ তোপদারের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাৎ রাজনৈতিক নয় বলেই তিনি মন্তব্য করেছিলেন।