scorecardresearch

বড় খবর

অর্জুনের ভাইয়ের হাতেই হাতকড়া! তৃণমূলে বড়ই কোণঠাসা ‘বাহুবলী’ রাজনীতিবিদ?

এবার গ্রেফতার করা হল অর্জুন সিংয়ের ভাইকে।

arjun singhs brother sanjay singh arrested
অর্জুন সিং।

এবার গ্রেফতার করা হল অর্জুন সিংয়ের ভাইকে। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড কারখানায় গন্ডগোলের ঘটনায় এবার অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে গ্রেফতার করল পুলিশ। আগেই এই গন্ডগোলের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার জালে ব্যারাকপুরের সাংসদের ভাই সঞ্জয়। আজই ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ।

উল্লেখ্য, গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড কারখানায় দুটি শ্রমিক সংগঠনের বিবাদ-ঝামেলা চূড়ান্ত আকার নিয়েছিল। গতকালই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। যা নিয়ে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল জগদ্দল থানার সামনে।

আরও পড়ুন- ভ্যালেন্টাইন ডে-তে ‘কাউ হাগ ডে’, মোদীকে বিঁধে ভয়ঙ্কর কটাক্ষ অখিল গিরির

ওই দুজনের গ্রেফতারি নিয়ে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে তাদের অনুগামীরা। চূড়ান্ত গন্ডোগোলের জেরে অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। হাতে গোনা পুলিশকর্মীদের পক্ষে ওই উত্তেজনাকর পরিস্থিত সামাল দেওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে RAF নামাতে বাধ্য হয় প্রশাসন। এবার এই ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে গ্রেফতার করল পুলিশ। একটি সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে রয়েছেন সাংসদ অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং। সঞ্জয়ের গ্রেফতারি নিয়ে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে ভাটপাড়া-জগদ্দল এলাকায়। সঞ্জয় সিংকে আজই ব্যারাকপুর আদালতে পেশ। সব ধরনের পরিস্থিতি এড়াতে সচেষ্ট রয়েছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Arjun singhs brother sanjay singh arrested