Crime News Bengal: ফেরিওয়ালার কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! এমনই ঘটনা ঘটে গেল ডানকুনিতে। গতকাল রাতেই ওই ফেরিওয়ালাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম মঈনুদ্দিন মোল্লা। তার পকেট থেকে একটি দেশি ওয়ান শটার পিস্তল পাওয়া গেছে। একজন প্লাস্টিক দ্রব্য বিক্রেতার কাছ থেকে পিস্তল পেয়ে পুলিশ রীতিমত অবাক হয়ে যায়। তার কাছে এলো কি করে? আর কি জন্যই বা সে ওই ওয়ান শাটার নিয়ে ঘোরাফেরা করছিল সেই নিয়ে পুলিশ এখনও ধন্ধে।
মঙ্গলবার রাতে ডানকুনির খুশাইগাছি এলাকায় একটি দেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিলেন মইনুদ্দিন। এলাকার লোকজন মারফত খবর যায় পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা কুলতলিতে। কিন্তু, বেশ কিছুদিন ধরেই তিনি ডানকুনির মৃগালার তেঁতুলতলায় থাকছিলেন। কিন্তু, পিস্তল নিয়ে তিনি কী করছিলেন, কোন কাজে ব্যবহারের উদ্দেশে তা নিজের কাছে রেখেছিল ওই ফেরিওয়ালা তা বোঝার চেষ্টা করছে পুলিশ।
চাঁদে পা রেখেই সূর্যের দিকে চোখে চোখ! মহাকাশে এবার নিজের 'বাড়ি' তৈরি করতে চলেছে ভারত!
পাশাপাশি ফেরিওয়ালার সঙ্গে কোন দুষ্কৃতীদলের যোগ আছে কিনা, বা কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা তাও জানার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ।এদিন তাকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।