/indian-express-bangla/media/media_files/2025/09/01/1000212774-2025-09-01-20-00-00.jpg)
Indian army : ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পূর্ণ ওড়ালো সেনা। ধর্মতলায় গান্ধী মূর্তির কাছে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ আগেই সরিয়ে ফেলার জন্য সেনার তরফে বলা হয়েছিল। বারবার আয়োজকদের ওই মঞ্চ সরাতে বলেছিল সেনা, তাও মঞ্চ সরানো হয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেনাবাহিনী মঞ্চ সারানোর ব্যাপারে আগে থেকে কিছু জানায়নি।
সোমবার বিকেলে হঠাৎ ধর্ম তলায় গান্ধী মূর্তির কাছে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলতে শুরু করে সেনাবাহিনী। মঞ্চের ত্রিপল, বাঁশ খুলে সরিয়ে ফেলা হয় ব্যারিকেড। কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী দিন বলেছেন, ", "BJP-এর কথায় চলছে সেনাবাহিনী। সেনাকে দিয়ে কাজ করালে দেশটা কোথায় যাবে? সেনাবাহিনীর অপব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। ২০০-র মতো সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। যখন বিজেপি থাকবে না তখন পালাবে কোথায়? আমরা শনি-রবিবার কর্মসূচি করি। আমরা টাকাও দিয়েছি। আপত্তি থাকলে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলতে পারতো। রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর অপব্যবহার হচ্ছে। আমি এই ঘটনার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি।"
যদিও ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, "ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভারতীয় সেনাবাহিনী (স্থানীয় সামরিক কর্তৃপক্ষ, কলকাতা) ময়দান এলাকায় দুই দিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। ৩ দিনের বেশি অনুষ্ঠানের জন্য ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। অনুষ্ঠান পরিচালনার জন্য ২ দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, তবে মঞ্চটি প্রায় এক মাস ধরে স্থাপন করা হয়েছে, অস্থায়ী কাঠামো অপসারণের জন্য আয়োজকদের কাছে বেশ কয়েকবার অনুস্মারক পাঠানো হয়েছে কিন্তু এটি অপসারণ করা হয়নি। এরপর কলকাতা পুলিশকে অবহিত করা হয় এবং ভারতীয় সেনাবাহিনী কাঠামোটি সরিয়ে ফেলেছে।"