/indian-express-bangla/media/media_files/2025/09/01/army-2025-09-01-15-37-27.jpg)
প্রতীকী ছবি।
সেনা নামিয়ে খুলে ফেলা হল তৃণমূলের মঞ্চ। ধর্মতলায় গান্ধী মূর্তির কাছে 'ভাষা আন্দোলন'-এর জন্য মঞ্চ তৈরি করেছিল তৃণমূল। সেই কর্মসূচির সময় পেরিয়ে যাওয়ায় এবার তৃণমূলের সেই মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। 'নক্কারজনক পদক্ষেপ', প্রতিক্রিয়া তৃণমূলের।
ধর্মতলায় গান্ধী মূর্তির কাছে তৃণমূলের 'ভাষা আন্দোলন'-এর মঞ্চ খুলে দিচ্ছে সেনাবাহিনী। রাজ্যের শাসকদলকে ৩১ আগস্ট পর্যন্ত শনি-রবিবার ধর্মতলায় 'ভাষা আন্দোলন' চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত। সময় পেরিয়ে যাওয়ায় এবার তৃণমূলের মঞ্চ খুলতে নামল সেনা।
রীতিমতো সেনার বিরাট বাহিনী এসে সোমবার গান্ধী মূর্তির কাছে তৃণমূলের মঞ্চ থেকে বাঁশ, ত্রিপল খুলে ফেলা হয়, সরিয়ে ফেলা হয় ব্যারিকেড। সূত্রের খবর, সেনার তরফে জানানো হয়েছে, 'দু'দিনের কর্মসূচির জন্য সপ্তাহভর মঞ্চ বেঁধে রাখা যাবে না।"
সেনার বিরাট বাহিনী এসে যখন মঞ্চ খুলে ফেলছে ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায় পুলিশকেও। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূলের মঞ্চ খুলতে শেষমেশ মিলিটারি নামাচ্ছে বাংলা বিরোধী BJP।" অন্যদিকে সেনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে BJP।