কলকাতায় হঠাৎ সেনা নামানো হল! তুমুল তৎপরতায় হইচই-কাণ্ড!

TMC language protest stage: সোমবার বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী নামানো হয়েছিল। সেই সময় ঘটনাস্থলে দেখা গিয়েছে পুলিশকেও।

TMC language protest stage: সোমবার বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী নামানো হয়েছিল। সেই সময় ঘটনাস্থলে দেখা গিয়েছে পুলিশকেও।

author-image
IE Bangla Web Desk
New Update
Army removed, TMC opens language protest stage at Dharmatala  ,TMC inaugurates Bengali language protest platform after army approval withdrawn  ,Language movement rally launched at Dharmatala post army withdrawal,  TMC sets up protest stage for Bengali language rights after army revokes permission,ধর্মতলায় সেনার অনুমতি শিথিল, খুলল তৃণমূলের ভাষা আন্দোলন মঞ্চ  ,সেনা সরিয়ে তৃণমূল বাংলা আন্দোলন মঞ্চ বসাল ধর্মতলায়,  ভাষা আন্দোলনের ঐক্যমঞ্চ খুলল সেনাসংহারিত স্থানেই,  ধর্মতলায় বাংলা ভাষার উপর হস্তক্ষেপের প্রতিবাদে তৃণমূলের মঞ্চ  ,সেনার অনুমতি প্রত্যাহার, নবান্ন অভিযানের ভাষা আন্দোলন শুরু

প্রতীকী ছবি।

সেনা নামিয়ে খুলে ফেলা হল তৃণমূলের মঞ্চ। ধর্মতলায় গান্ধী মূর্তির কাছে 'ভাষা আন্দোলন'-এর  জন্য মঞ্চ তৈরি করেছিল তৃণমূল। সেই কর্মসূচির সময় পেরিয়ে যাওয়ায় এবার তৃণমূলের সেই মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। 'নক্কারজনক পদক্ষেপ', প্রতিক্রিয়া তৃণমূলের।

Advertisment

ধর্মতলায় গান্ধী মূর্তির কাছে তৃণমূলের 'ভাষা আন্দোলন'-এর মঞ্চ খুলে দিচ্ছে সেনাবাহিনী। রাজ্যের শাসকদলকে ৩১ আগস্ট পর্যন্ত শনি-রবিবার ধর্মতলায় 'ভাষা আন্দোলন' চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত। সময় পেরিয়ে যাওয়ায় এবার তৃণমূলের মঞ্চ খুলতে নামল সেনা।

রীতিমতো সেনার বিরাট বাহিনী এসে সোমবার গান্ধী মূর্তির কাছে তৃণমূলের মঞ্চ থেকে বাঁশ, ত্রিপল খুলে ফেলা হয়, সরিয়ে ফেলা হয় ব্যারিকেড। সূত্রের খবর, সেনার তরফে জানানো হয়েছে, 'দু'দিনের কর্মসূচির জন্য সপ্তাহভর মঞ্চ বেঁধে রাখা যাবে না।"

Advertisment

সেনার বিরাট বাহিনী এসে যখন মঞ্চ খুলে ফেলছে ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায় পুলিশকেও। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূলের মঞ্চ খুলতে শেষমেশ মিলিটারি নামাচ্ছে বাংলা বিরোধী BJP।" অন্যদিকে সেনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে BJP।

army kolkata tmc