Advertisment

Arnab Dam: জট কাটল অর্ণব দামের, পিএইচডি-তে ভর্তি হয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ মাও নেতার

Arnab Dam PhD Row: অবশেষে জট কাটল। দীর্ঘ টালবাহানার পর পিএইচডি-তে ভর্তি হলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁর কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয় নির্দিষ্ট সময়েই। উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন অর্ণব দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
Jailed former Maoist leader Arnab Dam bagged the first position in the interview for PhD in history, ইতিহাসে পিএইচডির ইন্টারভিউয়ে প্রথম অর্ণব দাম

Arnab Dam: জেলবন্দি প্রাক্তন এই মাওবাদী নেতা এযেন এক সোনালী ইতিহাস রচনা করেছেন!

Arnab Dam PhD Row: অবশেষে জট কাটল। দীর্ঘ টালবাহানার পর পিএইচডি-তে (PhD) ভর্তি হলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম (Arnab Dam)। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁর কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয় নির্দিষ্ট সময়েই। উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন অর্ণব দাম।

Advertisment

সোমবার দুপুর দুটো নাগাদ সেন্ট্রাল জেল থেকে প্রিজন ভ্যানে করে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস চত্বরে নিয়ে আসা হয় মাও নেতাকে। তার পর কাদম্বিনী গাঙ্গুলি ভবনে নিয়ে আসা হয় অর্ণবকে। প্রায় ঘণ্টা দুয়েক ধরে ইতিহাস বিভাগে অর্ণবের কাউন্সেলিং হয়। বিকেল চারটের তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বর্ধমান সেন্ট্রাল জেলে।

অর্ণবের কাউন্সেলিংয়ের পর ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভির নাসরিন জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এর পর অর্ণব দামকে ফি জমা দিতে হবে। আগামী শুক্রবার ফি জমা দেওয়ার শেষ দিন। তবে তার জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এলেও চলবে। অনলাইনে ফি জমা করা যাবে।

কী বললেন অর্ণব দাম?

কাউন্সেলিং শেষ হওয়ার পর পুলিশের গাড়িতে ওঠার আগে অর্ণব বলেন, 'আজ কাউন্সেলিং হল। আমার পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার যে জটিলতা তৈরি হয়েছিল. আশা করছি আজ তার অবসান হল।'

আরও পড়ুন Kunal Ghosh-Arnab Dam: একদা মাওবাদী নেতা অর্ণবের পাশে কুণাল, শিক্ষামন্ত্রী-কারামন্ত্রীর সঙ্গে কথা

একই সঙ্গে তিনি আরও বলেছেন, 'উচ্চতর শিক্ষা এবং গবেষণার এই সুযোগ করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ। কার দফতরের আধিকারিক এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এই জায়গায় আসতে পারতাম না। তাই তাদেরকেও ধন্যবাদ।'

Maoist Arnab Dam West Bengal PHD
Advertisment