বিচারকের সামনে মুখ খুললেন স্বয়ং অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার ছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। ভার্চুয়ালভাবে আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই শুনানিতেই মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করেছেন অর্পিতা।
বিচারককে এদিন অর্পিতা জানিয়েছেন যে, জেলে তাঁর চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। শারীরিক সমস্যা হচ্ছে। যা শুনে বিচারক তাঁকে জানান, জেলকে আদালতের তরফে সুপারিশ করা হবে যাতে ধৃত অর্পিতার চিকিৎসা ঠিকঠাক হয়।
নিয়োগ দুর্নীতির তদন্তে টালিগঞ্জ ও বেলঘরিয়া অঞ্চলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর 'বান্ধবী'র ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের পর গত বছর ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ মুখোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। তারপর বেশ কয়েকবার জামিন নাকচ হয় অর্পিতার। শেষবার যখন তাঁকে সশরীরে আদালতে পেশ করা হয়েছিল তখন অর্পিতা দাবি করেছিলেন যে ,'টাকা আমার নয়। আমাকে ফাঁসানো হয়েছে। আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। মা অসুস্থ। মায়ের পাশে থাকতে চাই।'
তাহলে কী উদ্ধার হওয়া অর্থ পার্থর বলেই ইঙ্গিত করতে চেয়েছিলেন অর্পিতা? এ প্রসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমে বলেছিলেন, 'টাকা কার সেটা আপনারাই খুঁজুন।'
এদিকে, পার্থ চট্টোপাধ্যায় এদিন আদালতে জানান, তাঁকে কোর্টের দেওয়া নির্দেশের হার্ড কপি দেওয়া হোক। প্রত্যুত্তরে বিচারক জানান, অত কপি দেওয়া সম্ভব নয়। তাঁর আইনজীবীকে পেনড্রাইভে সফট কপি দেওয়া হয়ে থাকে।