বেলঘরিয়ার আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি ফ্ল্যাটে মিলল বিপুল অঙ্কের টাকার হদিশ। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে গত শুক্রবার ইডি উদ্ধার করেছিল প্রায় ২২ কোটি। মনে করা হচ্ছে, টালিগঞ্জ থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক ছাপিয়ে যাবে বেলঘরিয়া।
Advertisment
শুধু টাকাই নয়, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে তল্লাশিতে মিলেছে সোনা, রূপোর কয়েন ও একাধিক দলিল।
এরপরই মমতা সরকারকে কড়া নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ? টাকা উদ্ধারে "এগিয়ে বাংলা"! পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়…'
দিলীপ ঘোষের দাবি অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৩৫ কোটি টাকা। ফেসবুকে তিনি লিখেছেন, 'অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৩৫ কোটি টাকার সম্পত্তি। আবাসনে যাতায়াত ছিল সৌগত রায়ের ! সেখানে একটি অফিসও ছিল তাঁর! যত সময় যাচ্ছে তৃণমূলের নেতাদের নোংরা মুখোশটা আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে।'
পাল্টা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'মাথা হেঁট হয়ে য়াওয়ার মত ঘটনা। উদ্বেগজনক ছবি। কোনও মতেই দোষীকে আড়াল করার চেষ্টা করব না। তদন্ত চলুক। দল যথেষ্ট গুরুত্ব দিয়ে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছে। কিন্তু শুভেন্দুর মতো দুর্নীতিপরায়ণ মানুষের কোনও কথা বলা উচিত নয়।'