Advertisment

Soumitra Khan: বড় বিপাকে সৌমিত্র খাঁ, জারি গ্রেফতারি পরোয়ানা

Soumitra Khan Summoned: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এবার জারি গ্রেফতারি পরোয়ানা। বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে বিধাননগরের সাংসদ-বিধায়ক আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Bishnupur,Election 2024,Lok Sabha ELection,Lok Sabha Election 2024 Result,Soumitra Khan,সৈমিত্র খাঁ

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

Soumitra Khan Summoned: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এবার জারি গ্রেফতারি পরোয়ানা। বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে বিধাননগরের সাংসদ-বিধায়ক আদালত। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে। তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ।

Advertisment

জানা গিয়েছে, এই মামলায় চারবার সৌমিত্র খাঁকে আদালতে হাজিরা দিতে বলা হলেও তিনি বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারছেন না বলে আদালতে জানিয়েছে তাঁর আইনজীবী। একাধিক বার হাজিরা এড়ানোর জেরে সৌমিত্রর উপর ক্ষুব্ধ আদালত। ৯ জুলাই ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশ আদালতের।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে সোনামুখী থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। পুরনো ওই মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে সৌমিত্রর। হিংসা ছড়ানো, মারপিট, শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। এই মামলার শুনানি চলছিল সাংসদ-বিধায়কের আদালতে। এর আগে চারবার শুনানিতে গরহাজির ছিলেন সৌমিত্র।

সম্প্রতি শুনানিতে সৌমিত্রকে দেখতে না পেয়ে তাঁর আইনজীবীকে প্রশ্ন করেন বিচারক। জানতে চান তাঁর মক্কেল কোথায়। সৌমিত্রর আইনজীবী জানান, ভোট পরবর্তী হিংসা সামাল দিতে ব্যস্ত রয়েছেন বিজেপি সাংসদ। এতে ক্ষুব্ধ হন বিচারক। সৌমিত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুন Dilip Ghosh-BJP: ফের বঙ্গ BJP-তে বিরাট দায়িত্বে দিলীপ? পদ্ম নেতার চূড়ান্ত তৎপরতা জল্পনা বাড়াচ্ছে

আদালতের তরফে সৌমিত্রের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে আপাতত। ৯ জুলাই তাঁকে হাজির হতে বলে হয়েছে। এর পরও যদি সৌমিত্র হাজিরা না দেন, সেক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত।

tmc bjp West Bengal Soumitra Khan
Advertisment