Birbhum News: বাংলায় ঘাঁটি গেড়ে সাংঘাতিক নাশকতার ছক? ধৃত জেএমবি জঙ্গির বাংলাদেশ-পাকিস্তান যোগ

Birbhum News:ধৃত জঙ্গি সম্পর্কে আদালতে বিস্ফোরক সব তথ্য জানিয়েছেন টাস্ক ফোর্সের অফিসাররা।

Birbhum News:ধৃত জঙ্গি সম্পর্কে আদালতে বিস্ফোরক সব তথ্য জানিয়েছেন টাস্ক ফোর্সের অফিসাররা।

author-image
Ashis Kumar Mondal
New Update
Birbhum news, jmb militant arrested, police, জেএমবি জঙ্গি, বীরভূমের খবর

Birbhum News: আদালতে তোলা হচ্ছে সেই জঙ্গিকে।

জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সন্দেহে ধৃত আব্বাস উদ্দিন মোল্লার সঙ্গে পাকাস্তিন ও বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। শুক্রবার জঙ্গি সন্দেহে ধৃতদের সম্পর্কে বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে এমনটাই জানিয়েছে স্পেশাল ট্যাক্স ফোর্স। এদিন ধৃত তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisment

উল্লেখ্য, চলতি বছরের ৯ মে জেএমবি জঙ্গি সন্দেহে বীরভূমের নলহাটি থানার বানিওর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রাম থেকে আজমল হোসেন, মুরারই থানার চাতরা গ্রাম থেকে সাহেব আলি খান এবং পরদিন দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থেকে আব্বাস উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে স্পেশাল ট্যাক্স ফোর্স।

তাদের প্রত্যেকে পুলিশই হেফাজতে পাঠানো হয়েছিল। শুক্রবার ফের তিনজনকে আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাতি বলেন, “ধৃত আব্বাস উদ্দিন মোল্লার সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ছিল। স্পেশাল ট্যাক্স ফোর্স জিজ্ঞাসাবাদে এমনই তথ্য উঠে এসেছে। এর সঙ্গে আরও জড়িত থাকার সম্ভবনা রয়েছে বলে তদন্তকারী অফিসার আদালতকে জানিয়েছেন। বিচারক তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন”।

JMB Terrorist JMB Militants