হাড্ডাহাড্ডি লড়াই, বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বাজিমাত তৃণমূল-বিজেপি বিরোধী আইনজীবীর

তবে এই লড়াই রাজনৈতিক মোড় নেওয়ায় কঠোর সমালোচনা করেছেন নবনির্বাচিত সভাপতি।

তবে এই লড়াই রাজনৈতিক মোড় নেওয়ায় কঠোর সমালোচনা করেছেন নবনির্বাচিত সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Arunava Ghosh won the post of President of the Bar Association

শিকে ছিঁড়ল না তৃণমূল বা বিজেপিপন্থী আইনজীবীদের।

বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শিকে ছিঁড়ল না তৃণমূল বা বিজেপিপন্থী আইনজীবীদের। সভাপতি নির্বাচিত হয়েছেন স্পষ্ট বক্তা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। এই বিশিষ্ট আইনজীবীর বক্তব্য, 'আমি কাউকে কখনও ভোট দিতে আবেদন করিনি। সবাই জেনেছে দাঁড়িয়েছি, এই অবধি।'

Advertisment

বুধবার বার অ্যাসোসিয়েশনের ভোটের ফলাফল ঘোষণার পর দেখা যায় অরুনাভ ঘোষ পেয়েছে ১১৫০টি ভোট। অন্যদিকে সর্দার আমজাদ আলি পেয়েছেন ১০৫৭টি ভোট। আর ১০৩২টি ভোট পেয়েছেন প্রমীত কুমার রায়। মূলত অ্যাসোসিয়েশনের সভাপতি পদ নিয়েই লড়াই জমে উঠেছিল। দুই যুযুধান শিবিরের তাবড় নেতৃত্ব ময়দানে নেমে পড়েছিলেন। তবে এই লড়াই রাজনৈতিক মোড় নেওয়ায় কঠোর সমালোচনা করেছেন নবনির্বাচিত সভাপতি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অরুণাভ ঘোষ বলেন, 'লড়াইটা মূলত তো আমাকে নিয়ে হয়েছে। মমতা বন্দ্য়োপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্দার আমজাদ আলিকে সমর্থন করেছিলেন। এমনকী সুখেন্দুশেখর রায় এসেছিলেন। আমি কিন্তু কাউকে ভোট দিতে বলিনি। কোনও দলের পক্ষে, বিপক্ষে কাউকে ভোট দিতে বলিনি। আমাকে প্রথম ছেলেরা দাঁড় করায়। হাইকোর্টের আইনজীবীরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। বাইরে থেকে প্রচুর আইনজীবী এসে ভোট দিয়েছে অন্য়দিকে।'

এবারের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে একতরফা কোনও প্যানেল জয় পায়নি। যে কোনও নির্বাচনেই রাজনৈতিক রং লেগেই যায়। তবে কংগ্রেস নেতা হলেও অরুনাভ ঘোষও এই রাজনীতির ছোঁয়ার বিরুদ্ধে। তিনি বলেন, 'এই নির্বাচন রাজনৈতিক মোড় নেওয়ায় খারাপ লেগেছে। এটা উচিত নয়। বিজেপি-তৃণমূলের লড়াইটা বেড়ে গিয়েছিল। আমি কারও কাছে যাইনি, লিফলেট ছাপাইনি, ফোটো দিইনি, কাউকে না। ভোট দিলে দেবে, না দিলে না দেবে। আমি কাউকে বলিনি কখনও বলিনি ভোট দিতে।'

Advertisment

বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন কল্লোল মন্ডল। সম্পাদক পদে বিশ্বব্রত বসুমল্লিক। এছাড়া সহকারি সম্পাদক পদে ২ জন জয়ী হয়েছেন, সোনাল সিনহা ও ওয়াসিম আহমেদ। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন জয়দীপ ব্যান্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal