/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/Suvendu-Adhiakri.jpg)
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। খোদ রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে পঞ্চায়েতে ভোট লুঠ নিয়ে গভীর রাতে হোটেলে বৈঠক? বৈঠকে শাসকদলের দুই বিধায়কের পাশাপাশি নাকি জেলার পুলিশ সুপার পর্যন্ত হাজির ছিলেন। যদিও শুভেন্দু অধিকারীর এই মারাত্মক অভিযোগের ব্যাপারে তৃণমূলের তরফে পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি।
At this very moment a meeting is going on between Minister Aroop Biswas, TMC MLA Khokan Das; Purba Bardhaman District TMC President & MLA Rabindranath Chatterjee in Room No 121 of Hotel Sinclairs Burdwan.
The agenda is how to loot votes & rig upcoming Panchayat Elections in Purba…— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 14, 2023
গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছিলেন। সেই টুইটে তিনি লিখেছিলেন, 'এই মুহূর্তে মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল বিধায়ক খোকন দাসের মধ্যে বৈঠক চলছে। হোটেল সিনক্লেয়ার্স বর্ধমানের ১২১ নম্বর ঘরে পূর্ব বর্ধমান জেলা টিএমসি সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। পূর্ব বর্ধমান জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কীভাবে ভোট লুঠ করা যায় এবং কারচুপি করা যায় সেটাই হল বৈঠকের এজেন্ডা।'
আরও পড়ুন- পঞ্চায়েতের মনোনয়নে বারে-বারে রণকৌশল বদলেও শেষলগ্নে বড় ধাক্কা বিজেপির, এবার কী?
রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা টুইটে আরও লিখেছেন, 'রাত ১১.৫৭ মিনিটে কে তাঁদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন তা অনুমান করুন? সাধারণ পোশাকে শ্রী কামনাশিশ সেন এসপি পূর্ব বর্ধমান যোগ দেন সেই বৈঠকে।'
যদিও শুভেন্দু অধিকারীর তোলা এই বিস্ফোরক অভিযোগের পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনও মন্তব্য মেলেনি।