/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/sandeshkhali-protest.jpg)
Sandeshkhali: সন্দেশখালিতে বিক্ষোভের পুরনো ছবি।
Sandeshkhali-Minakhan: সন্দেশখালির (Sandeshkhali) মতোই জমি হাঙরদের গ্রাসে মিনাখাঁও (Minakhan)? সন্দেশখালির পার্শ্ববর্তী এই এলাকাটিতেও এবার বিক্ষোভ-প্রতিবাদ দানা বাঁধছে। পাশের সন্দেশখালিতে শাহাজান-রাজের অবসান হতে দেখেই, প্রতিবাদে সুর চড়াচ্ছে উত্তর ২৪ পরগনার এই প্রান্তও। দিনের পর দিন ধরে এলাকায় কার্যত 'লুঠতরাজ-দাদাগিরি' চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতা ও তার সাঙ্গো-পাঙ্গোরা, এমনই অভিযোগে বিক্ষোভের আগুন জ্বলছে মিনাখাঁতেও।
সন্দেশখালির 'বাঘ' এখন জেলে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সরদার, শিবু হাজরারা এখন শ্রীঘরে। এবার সন্দেশখালির মতোই বিচার চেয়ে পথে মিনাখাঁও। সেখানেও ওই একই কায়দায় জমি দখলের অভিযোগ। সন্দেশখালির আগুনে প্রতিবাদ দেখে এবার মিনাখাঁর জমি-প্রতারিতরাও 'ন্যায়' চেয়ে সোচ্চার হয়েছেন।
তাঁদের অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের কয়েকজন স্থানীয় বাসিন্দাদের জমি গায়ের জোরে দখল করে নিয়েছে। সেই জমিতে মাছের ভেড়ি বানানো হয়েছে। লিজের টাকা চাইতে গেলে মিলছে শাসানি-হুমকি। এলাকার তৃণমূল নেতা আয়ুব হোসেন গাজির নেতৃত্বে মিনাখাঁয় এই জমি দখল করছে তৃণমূল নেতাদের একাংশ, এমনই অভিযোগ স্থানীয়দের কয়েকজনের।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/morselem.jpg)
এদিকে, সন্দেশখালি-কাণ্ডের তদন্তের গতি বাড়িয়েছে ED। শেখ শাহাজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ মোসলেম শেখকে (Moslem Sheikh) ফের তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকালেই কলকাতার ইডি অফিসে হাজিরা দেন ওই ব্যক্তি। শাহজাহান শেখের গাড়িগুলি ছিল এই ব্যক্তির কাছেই।