একটানা কয়েকদিনের দহন জ্বালা জুড়িয়েছে বৃহস্পতিবার সন্ধেয়। গতকাল সন্ধেয় কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ঝড়-বৃষ্টিতে গরমের দাবদাহ থেকে খানিকটা হলেও মুক্তি মিলেছে। শুক্রবারও শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতায়। আপাতত দিন দু’য়েক এভাবেই ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার সন্ধের ঝড়-বৃষ্টিতে অসহনীয় পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও দুপুরের পর থেকে পরিস্থিতি বদলের পূর্বাভাস হাওয়া অফিসের। ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে।
তবে কি বর্ষা ঢুকে পড়ল দক্ষিণবঙ্গেও? এখনই এব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে শুক্রবার বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরতলীর এলাকাগুলিতেও দুপুরের পর মুষলধারে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির হাত ধরেই ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে। সকাল থেকেই আজ শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। আর্জদ্রতাজনিত অস্বস্তি থাকলেও দুপুরের পর থেকে তা কাটবে বলেই মনে করছে হাওয়া অফিস।
এদিকে, উত্তরবঙ্গে পাকাপাকিভাবে ঢুকে পড়েছে বর্ষা। আজও উত্তরবঙ্গের সব জেলাতেই দিনভর দফায়-দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তরাই ও ডুয়ার্সের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে একটানা কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।