Advertisment

দুয়ারে আসানসোল উপনির্বাচন, অভিযোগ পেয়েই বড় পদক্ষেপ কমিশনের

আগামী ১২ এপ্রিল আসানসোলে লোকসভা কেন্দ্রে উপনির্বাচন।

author-image
IE Bangla Web Desk
New Update
asansol and jamuria oc ic transferred by election commission

কমিশনের কড়া পদক্ষেপ।

আগামী ১২ এপ্রিল আসানসোলে লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই ওই লোকসভা কেন্দ্রের দুই থানার পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে আসানসোল থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায় ও জামুরিয়ার থানার ওসি সঞ্জীব দে-কে।

Advertisment

জানা দগিয়েছে, এই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপিষ অভিযোগ মিলেছিল অন্যান্য বিরোধী দলগুলির তরফেও। এঁদের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তোলা হয়। এরপরই নড়েচড়ে বলে কমিশন। জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করে করা হয়। সেই রিপোর্ট পাওয়ার পরেই পদক্ষেপ করল কমিশন। সরানো হল আসানসোলের ওসি ও জামুরিয়ার আইসি-কে।

পদ্ম প্রতীকে আসানসোলের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। গত বছর মাঝামাঝি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন তিনি। পরে সাংসদ পদেও ইস্তফা দেন। ফলে আসানসোলে উপনির্বাচন হচ্ছে। এবার ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল-কে। প্রচারের শুরু থেকেই শাসক দলের দুষ্কীতিতাণ্ডব নিয়ে সরব তিনি, পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও সোচ্চার।

election commission asansol West Bengal
Advertisment