Advertisment

Kulti Shootout: হাড় হিম কাণ্ড, অফিসে ঢুকে গুলির পর গুলি! ঝাঁঝরা মাইক্রো ফিনান্স সংস্থার মালিক

Asansol: চরম আতঙ্কে কুলটির বাসিন্দারা। কেন চলল গুলি?

author-image
IE Bangla Web Desk
New Update
asansol kulti shootout micro finance companies worker killed, আসানসোলের কুলটিতে গুলি মাইক্রো ফিনান্স সংস্থার মালিক নিহত

Shootout: বেলঘরিয়া, পার্কস্ট্রিটের পাশাপাশি মালদহতেও এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Kulti Murder: সকাল থেকে আতঙ্কে কুলটির বাসিন্দারা। সোমবার সকালে চিনাকুড়িতে প্রকাশ্যে গুলি চলল। মাইক্রো ফিনান্স সংস্থার অফিসে ঢুকে এলোপাথারি গুলিতে কর্ণধারকে হত্যা করল দুষ্কৃতীরা। নিহতের নাম উমাশঙ্কর চৌহান।

Advertisment

মাইক্রো ফিনান্স সংস্থার অফিসের কর্মচারীদের বর্ণনা অনুযায়ী, 'একজন এসে বলেন যে পেমেন্ট করবেন। মুখে গামছা বেঁধা ছিল। বলল রাহুল পাসোয়ানের পেমেন্ট। আমরা রাহুলকে চিনি না বলতে সে বেরিয়ে যায়। পরে ফের এসে জিজ্ঞাসা করেন যে রাহুল আমাদের কাউকে ফোন করেছিলেন কিনা। এরপরই সে ভিতরে ঢুকে যায়। উমাশঙ্করজিকে দেখেই গুলি করতে শুরু করে। আমরা বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়। রক্তে ভেসে যায় অফিস। ঘটনাস্থলেই নিহত হন উমাশঙ্কর চৌহান।'

আরও পড়ুন- Lok Sabha Election 2024: এবার কমিশনের সঙ্গে তৃণমূলের আঁতাঁতের অভিযোগ! কী এমন হল?

ঘটনার পর ওই অফিসে পৌঁছায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ব্যক্তিগত নাকি ব্যবসায়ীক শত্রুতার জেরে এই কাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ উমাশঙ্করের অফিসের কর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেছে। সিসিটিভির ফুটেজ পরীক্ষা চলছে। উমাশঙ্কর চৌহানের সঙ্গে কারও টাকা পয়সা নিয়ে কোনও গন্ডগোল ছিল কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে।

আসানসোলে ভোট হবে ১৩ মে। যা নিয়ে সরগরম কোলিয়ারি শহর। ভোটের আবহেই এই ঘটনায় হইচই পড়েছে।

asansol Shootout
Advertisment