আসানসোলের কম্বল-কাণ্ডে ফাঁপড়ে জিতেন্দ্রর স্ত্রী, বেনজির পদক্ষেপ পুলিশের

কম্বল-কাণ্ডে তৎপরতা বাড়াল পুলিশ।

কম্বল-কাণ্ডে তৎপরতা বাড়াল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
asansol stampede case police issued notice jitendra tiwari's wife

কম্বল-কাণ্ডে অস্বস্তি বাড়ল জিতেন্দ্র-জায়ার।

আসানসোলে কম্বল বিলি কাণ্ডে এবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে নোটিশ পুলিশের। মঙ্গলবারই আসানসোল উত্তর থানার পুলিশ নোটিশ ধরাতে জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে গিয়েছিল। তবে বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী না থাকায় নোটিশটি বাড়ির বাইরে লাগিয়ে চলে যায় পুলিশ। কম্বল-কাণ্ডে জিতেন্দ্রর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

Advertisment

আসানসোলে বিজেপির উদ্যোগে আয়োজিত কম্বল বিলি কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। ওই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছিলেন। শুভেন্দু অধিকারীও প্রথমে ওই সভায় উপস্থিত ছিলেন। গত বুধবার বিরোধী দলনেতা মঞ্চ ছাড়ার পরেই কম্বল বিলি শুরু হয়। প্রচণ্ড ভিড়ে কম্বল নিতে এসে রীতিমতো হুড়োহুড়ি জুড়ে দেন দুঃস্থ বহু মানুষ।

হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিজেপিকেই দায়ী করে কাঠগড়ায় তুলেছে পুলিশ। আগেভাগে কম্বল বিলির ব্যাপারে পুলিশকে কিছু জানানো হয়নি বলে দাবি প্রশাসনের। যদিও বিজেপির দাবি, পুলিশকে জানানো হলেও পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত তারাই করতে পারেনি। যার জেরেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

Advertisment

আরও পড়ুন- দিল্লির কোর্টে বিরাট ধাক্কা কেষ্টর! কোনও সওয়ালই ধোপে টিকল না

এদিকে আসানসোলে ওই দিন ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়াররি উদ্যোগেই কম্বল বিলি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মূচিতেই আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। আসানসোলের ওই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অষ্ঠানের ৬ আয়োজককে পুলিশ গ্রেফতারও করেছে। সস্ত্রীক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ার নামে এফআইআর পর্যন্ত দায়ের করেছে পুলিশ।

কম্বল বিলি কাণ্ডে এবার জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণেই মঙ্গলবার তাঁর বাড়িতে এদিন নোটিশ ধরাতে গিয়েছিল পুলিশ। তবে বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী ছিলেন না। নোটিশটি জিতেন্দ্র তিওয়ারির বাড়িতেই লাগিয়ে গিয়েছে পুলিশ।

bjp asansol police West Bengal