Advertisment

জোড়া বনধে শুনসান শিলিগুড়িতে ক্রিকেটার অশোক ভট্টাচার্য

'ভরসা থাকুক বন্ধের দিনেরাস্তা জোড়া ক্রিকেট ম্যাচে। অনেকদিন পর ব্যাট করলাম।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যাট হাতে অশোক ভট্টাচার্য

আদতে রাজনীতির মানুষ। বিপক্ষের নীতি, কর্মসূচি, প্রচারকে মাত করে ভোট যুদ্ধে তাক লাগানোই তাঁর কাজ। কিন্তু, খেলাধুলাও তাঁর বিশেষ প্রিয়। সৌরভ থেকে বাইচুং- তাঁর সঙ্গে সমান সখ্যতা। ক্রিকেট হোক বা ফুটবল- সময়-সুযোগ পেলেই ছুটে যান স্টেডিয়ামে। এহেন খেলা পাগল মানুষ শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যকেই বনধের দিন দেখা গেল ব্যাট হাতে। রীতিমত পেশাদার ভঙ্গিতে।

Advertisment

শিলিগুড়ি শহরে শুনসান রাস্তায় মঙ্গলবার শীতের আমেজে ক্রিকেট খেলতে নেমে পড়েন পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। ব্যাট হাতে একের পর এক ধেয়ে আসা বল খেললেন সাবলীলভাবে। চোখে পড়ল স্ট্রেট ড্রাইভের ঝলক। মোদী বিরোধী পোস্টার-ফেস্টুনের সামনে সিপিএম নেতার সঙ্গে ক্রিকেট খেলে উচ্ছ্বসিত এসএফআই কর্মী-সমর্থকরাও।

পরে সেই ছবি নিজের ফেসবুকেও পোস্ট করেন শিলিগুড়ির বিধায়ক। সেখানেই তিনি লিখেছেন, 'ভরসা থাকুক বন্ধের দিনে
রাস্তা জোড়া ক্রিকেট ম্যাচে। অনেকদিন পর ব্যাট করলাম।' সেই পোস্ট আপাতত নেট দুনিয়ায় ভাইরাল।

কৃষি বিলের প্রতিবাদে চলছে ভারত বনধ। বনধকে সমর্থন করেছে বামেরা। অবরোধ ও ধর্মঘটের শামিল সিপিআইএমের কৃষক সংগঠন এআইকেএস। কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়ানোর কখা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পুলিশি অত্যাচারে দলীয় কর্মী হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিজেপির উত্তরবঙ্গ বনধ চলছে। যা ঘিরে কিছু উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও সব মিলিয়ে শিলিগুড়ি শুনসান। শহরের বেশ কিছু রাস্তায় বসে ক্রিকেট বা ফুটবলের আসর। আর সেখানেই চোখে পড়ল অভিনব দৃশ্য। ক্রিকেট খেললেন অশোক ভট্টাচার্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CPIM Ashok Bhattacharya
Advertisment