তীব্র কম্পনে কাঁপল অসম, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে রাস্তায় মানুষ

রবিবার বিকেলে আচমকাই কেঁপে ওঠে অসমের একাধিক জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮।

রবিবার বিকেলে আচমকাই কেঁপে ওঠে অসমের একাধিক জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

অসমে তীব্র কম্পন

রবিবার বিকেলে আচমকাই কেঁপে ওঠে অসমের একাধিক জেলা।  জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উদালগুড়ি জেলা এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার। কম্পন এতটাই প্রবল ছিল যে অসম ছাড়াও উত্তরবঙ্গের কিছু অঞ্চল কেঁপে ওঠে। আতঙ্কে গুয়াহাটি-সহ বিভিন্ন জায়গায় মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

Advertisment

চোখে পড়েছে আতঙ্কের দৃশ্য। গুয়াহাটির এক বাসিন্দা জানিয়েছেন, “মনে হচ্ছিল ভূমিকম্প যেন শেষই হবে না।” আরেকজন বলেন, “এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি মৃত্যুর মুখমুখি।  সত্যিই ভেবেছিলাম ছাদ ভেঙে পড়বে।” যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ভূমিকম্পে কোনও হতাহতের খবর নেই।

Advertisment

আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক্স-এ লিখেছেন, “অসমের ভয়াবহ ভূমিকম্প। সকলের নিরাপত্তা ও মঙ্গল কামনা করি।” বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্ব ভারত দেশের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ইতিহাস বলছে, এই অঞ্চল অতীতে ভয়ঙ্কর সব ভূমিকম্পের সাক্ষী থেকেছে। ১৮৯৭ সালের শিলং ভূমিকম্প (৮.১ মাত্রা) এবং ১৯৫০ সালের অসম-তিব্বত ভূমিকম্প (৮.৬ মাত্রা) তার অন্যতম নজির। 

অসমের ভূমিকম্পের প্রভাব উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রবিবার বিকেল ৪টা ৪১ মিনিট নাগাদ হঠাৎই কেঁপে ওঠে মাটি। আচমকা কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি ও দোকানপাট থেকে রাস্তায় বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯।

অসম সীমান্ত সংলগ্ন আলিপুরদুয়ার জেলাজুড়ে ভালভাবে টের পাওয়া গেছে এই ভূমিকম্প। পাশাপাশি কোচবিহার, দিনহাটা, চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদার বিভিন্ন প্রান্তেও কেঁপে ওঠে মাটি। হালকা কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও, এমনকি কলকাতাতেও। শুধু ভারতেই নয়, বাংলাদেশ, নেপাল ও ভুটানের একাধিক অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। ভূমিকম্পের কারণে শিলিগুড়ি সংলগ্ন বানেশ্বর মোড়ের কাছে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে রাজমিস্ত্রি পড়ে গিয়ে গুরুতর যখন তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুজোর মরশুমে বাজারে ভিড় ছিল চরমে। হঠাৎ কেঁপে ওঠায় মুহূর্তে থমকে যায় চারদিক। শপিংমলগুলিতেও ভিড়ের মধ্যে আতঙ্কের দৃশ্য ধরা পড়ে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

Earthquake in India earthquake Assam