৫.৮ মাত্রার তীব্র কম্পনে কেঁপে উঠল বাংলা, কম্পন অনুভূত কলকাতাতেও, তুমুল আতঙ্ক চারিদিকে

আবারও ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকেল ৪টা ৪১ মিনিট নাগাদ হঠাৎই কেঁপে ওঠে মাটি। আচমকা কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি ও দোকানপাট থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

আবারও ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকেল ৪টা ৪১ মিনিট নাগাদ হঠাৎই কেঁপে ওঠে মাটি। আচমকা কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি ও দোকানপাট থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

author-image
Sandip Sarkar
New Update
Kolkata Earthquake, Earthquake in various parts of West Bengal: কলকাতায় ভূমিকম্প

Kolkata Earthquake: কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবারও ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকেল ৪টা ৪১ মিনিট নাগাদ হঠাৎই কেঁপে ওঠে মাটি। আচমকা কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি ও দোকানপাট থেকে রাস্তায় বেরিয়ে আসেন। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের গুয়াহাটি ও তেজপুরের মাঝামাঝি ঢেকিয়াজুলি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। পাশাপাশি  ৪টা ৪১ মিনিট নাগাদ ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গুয়াহাটি। 

Advertisment

অসম সীমান্ত সংলগ্ন আলিপুরদুয়ার জেলাজুড়ে ভালভাবে টের পাওয়া গেছে এই ভূমিকম্প। পাশাপাশি কোচবিহার, দিনহাটা, চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদার বিভিন্ন প্রান্তেও কেঁপে ওঠে মাটি। হালকা কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও, এমনকি কলকাতাতেও। শুধু ভারতেই নয়, বাংলাদেশ, নেপাল ও ভুটানের একাধিক অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। ভূমিকম্পের কারণে শিলিগুড়ি সংলগ্ন বানেশ্বর মোড়ের কাছে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে রাজমিস্ত্রি পড়ে গিয়ে গুরুতর যখন তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুজোর মরশুমে বাজারে ভিড় ছিল চরমে। হঠাৎ কেঁপে ওঠায় মুহূর্তে থমকে যায় চারদিক। শপিংমলগুলিতেও ভিড়ের মধ্যে আতঙ্কের দৃশ্য ধরা পড়ে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

Advertisment
Earthquake in India earthquake