/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/assault.jpg)
Assault on Minor: প্রতীকী ছবি।
Assault on West Bengal minor in Gujarat jewellery factory:এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) রাজ্য গুজরাটে (Gujrat) বাংলার এক নাবালকের ওপর অবর্ণনীয় অত্যাচারের অভিযোগ উঠেছে। একটি জুয়েলারির কারখানায় জোর করে ওই নাবালককে কাজ করিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মারাত্মক এই ঘটনা নিয়ে BJP শাসিত গুজরাট সরকারের সমালোচনায় এবার সোচ্চার তৃণমূল।
তৃণমূলের তরফে এক্স হ্যান্ডলে ওই শিশুটির শরীরের আঘাতের কিছু চিহ্ন পোস্ট করা হয়েছে। নির্মম ওই ঘটনার বর্ণনা করে রাজ্যের শাসকদলের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাটে, শিশুশ্রম কেবল অব্যাহতই নয়, বরং অমানবিক আচরণের সাথেও জড়িত!
কালনার একটি ছোট শিশু গণেশ দুর্লভকে গুজরাটের একটি গয়না কারখানায় কাজ করতে বাধ্য করা হয়েছিল, যেখানে তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করা হয়েছিল, তাকে গুরুতর আহত করা হয়েছিল। দীর্ঘস্থায়ী মানসিক আঘাত দেওয়া হয়েছিল। বাংলার বাসিন্দাদের প্রতি এমন ঘৃণ্য আচরণের জন্য বিজেপির জোরালো সমালোচনা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ও পশ্চিমবঙ্গ সরকার ওই নাবালকের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছে।"
জানা গিয়েছে পরিবারের আর্থিক অনটনের জেরে বছর দু'য়েক আগে মাত্র ১০ বছরের ওই নাবালককে গুজরাটের রাজকোটে কাজে পাঠায় তার বাড়ির লোকজন। এলাকার আরও কয়েকজনের সঙ্গে রাজকোটের একটি জুয়েলারি কারখানায় ওই নাবালক কাজ করছিল। অভিযোগ ছোট্ট ওই শিশুটিকে তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলতে দেওয়া হতো না।
In PM @narendramodi's Double Engine state Gujarat, child labour is not only perpetuated but also accompanied by dehumanising treatment!
— All India Trinamool Congress (@AITCofficial) June 4, 2025
Ganesh Durlabh, a young child from Kalna, was forced to work in a jewellery factory in Gujarat, where he was brutally assaulted, resulting in… pic.twitter.com/90miZzr6dL
আরও পড়ুন- Opposite side of Digha sea: দিঘার সমুদ্রের ঠিক ওপারে কী আছে জানেন? উত্তরটা আপনার ভাবনারও বাইরে!
বাবা-মার সঙ্গে ফোনে কথা বলতে চাইলেও কারখানার মালিক তার পাশে দাঁড়িয়ে থাকত। সে যাতে তাঁকে মারধরের কথা বাড়ির লোকজনকে জানাতে না পারে সর্বদা পাশে দাঁড়িয়ে শাসাত কারখানার মালিক। দিনের পর দিন শিশুটিকে ওই কারখানায় জোর করে কাজ করানো হতো এবং মারধর করা হতো। বর্তমানে গুরুতর আহত হয়ে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্র রয়েছে। গুজরাটের ওই কারখানার মালিকের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে শিশুটির বাবা-মা।
আরও পড়ুন- Congress-TMC: বাংলায় বিরাট ধাক্কা কংগ্রেসে! হাত ছেড়ে ডাকাবুকো এই নেতা এবার কোন দলে জানেন?