Advertisment

TMC Candidate List: বরানগর এবং ভগবানগোলায় প্রার্থী ঘোষণা তৃণমূলের, সায়ন্তিকার ভাগ্যে শিকে ছিঁড়ল?

TMC Candidates for Assembly By-Election: আশা করেছিলেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন। কিন্তু তালিকায় নাম না থাকায় গোঁসা হয়েছিল তাঁর। প্রকাশ্যে অভিমানের কথা বলে ফেলে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। তবে শেষপর্যন্ত ফল পেলেন সায়ন্তিকা। তাঁর মানভঞ্জন করতে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া লোকসভার বদলে বরানগরে তাপস রায়ের ছেড়ে দেওয়া আসনে জোড়াফুল প্রার্থী জিৎ-দেবের নায়িকা।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Assembly By-Elections Candidate List

Sayantika Banerjee: বাঁকুড়া লোকসভার বদলে বরানগরে তাপস রায়ের ছেড়ে দেওয়া আসনে জোড়াফুল প্রার্থী জিৎ-দেবের নায়িকা।

TMC Candidates for Assembly By-Election: আশা করেছিলেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন। কিন্তু তালিকায় নাম না থাকায় গোঁসা হয়েছিল তাঁর। প্রকাশ্যে অভিমানের কথা বলে ফেলে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। তবে শেষপর্যন্ত ফল পেলেন সায়ন্তিকা। তাঁর মানভঞ্জন করতে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া লোকসভার বদলে বরানগরে তাপস রায়ের ছেড়ে দেওয়া আসনে জোড়াফুল প্রার্থী জিৎ-দেবের নায়িকা।

Advertisment

আগামী ১ জুন ওই কেন্দ্রে নির্বাচন। ফলঘোষণা ৪ জুন। অন্যদিকে আরও একটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। বিধায়ক ইদ্রিশ আলির প্রয়াণের কারণে ভগবানগোলা কেন্দ্রে আগামী ১ জুন উপনির্বাচন। সেখানে তৃণমূল প্রার্থী করেছে রেয়াত হোসেন সরকারকে। বরানগর এবং ভগবানগোলায় আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বরানগরে কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ এবং ভগবানগোলায় ভাস্কর সরকারকে প্রার্থী করেছে পদ্মশিবির।

লোকসভা নির্বাচনে প্রার্থী না হতে পেরে অভিমানী ছিলেন সায়ন্তিকা। ব্রিগেডের জনগর্জন সভা থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে সংবাদমাধ্যমে তাঁর ইস্তফা দেওয়ার খবর ছড়ায়। কিন্তু প্রকাশ্যে ইস্তফা দেওয়ার কথা ভুয়ো বলে দাবি করেন তিনি। কিন্তু অভিমান চেপে রাখতে পারেননি তিনি। কিন্তু দল তাঁকে খালি হাতে ফেরাল না। বৃহস্পতিবার থেকেই বরানগরে প্রার্থী হিসাবে সায়ন্তিকার নাম ভাইরাল হয়ে যায়। শুক্রবার সরকারি সিলমোহর দিল তৃণমূল।

তবে সায়ন্তিকার নাম বাতাসে ভাসতেই বরানগরে স্থানীয় তৃণমূল নেতৃত্বে ক্ষোভ জন্মায়। সিঁথি, টবিন রোড, আলমবাজার-সহ বিভিন্ন এলাকায় পোস্টার পড়ে, ‘আমরা রাজনৈতিক প্রার্থী চাই।’ কিন্তু বরানগরে প্রার্থী হিসাবে প্রাক্তন এক রাজ্যসভার সাংসদ এবং এক প্রাক্তন আমলার নাম ভেসে বেড়াচ্ছিল। পরে শোনা যায়, স্থানীয় এক কাউন্সিলর প্রার্থী হতে পারেন। শেষপর্যন্ত সায়ন্তিকাকে প্রার্থী করে তাঁর অভিমানে মলম দিল তৃণমূল।

আরও পড়ুন Abhijit Gangopadhyay: ‘কোনও স্ট্যান্ডার্ড নেই, ভেরি আনকালচারড’, এবার যেন ‘অ্যাটম বোমা’ ফাটালেন অভিজিৎ গাঙ্গুলি!

tmc Mamata Banerjee Sayantika Banerjee West Bengal Baranagar
Advertisment