/indian-express-bangla/media/media_files/2024/11/20/WbsNpxHOFybxlqHI2ShA.jpg)
Bihar Assembly polls 2025: প্রতীকী ছবি।
Bihar Assembly polls 2025: সব কিছু ঠিকঠাক থাকলে ছট পুজোর পরেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, আগামী নভেম্বর মাসের ৫ থেকে ১৫ তারিখের মধ্যে বিহারে অনুষ্ঠিত হতে পারে বিধানসভা ভোট।
আগামী ২২ নভেম্বর বিহারে চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম মতো তার আগেই বিধানসভা নির্বাচন করে নিতে হবে। সেই কারণেই এখন জোরদার তৎপরতা বিহারে। আগামী সপ্তাহেই বিহারে যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির কাজ খতিয়ে দেখবেন তিনি।
crime news:আনন্দপুরে গুলশন কলোনিতে তাণ্ডব, নাটকীয় অভিযান দিল্লিতে, শেষমেশ জালে মিনি ফিরোজ
উল্লেখ্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজনৈতিক উত্তেজনা এখনও চরমে রয়েছে বিহারে। SIR-এর জেরে কমপক্ষে ৬৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।
কেন্দ্রের শাসক দল BJP-র অঙ্গুলীহেলনে কাজ করে নির্বাচন কমিশন বিহারে SIR করেছে বলে তোপ দেগেছে বিরোধীরা। আপাতত বিরোধীদের সেই সব অভিযোগকে পাত্তা না দিয়েই আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।