Sukanta Majumdar: দার্জিলিংয়ের (Darjeeling) বিদায়ী BJP সাংসদ রাজু বিস্তার (Raju Bista) সম্পত্তি গত লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পর থেকে ২১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী হলফনামায় (affidavit) বিজেপি নেতা যে তথ্য দিয়েছেন তা থেকে এটা জানা গিয়েছে। তবে শুধু রাজু বিস্তাই নন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সম্পত্তিও বেড়েছে রকেট গতিতে। বালুরঘাটের (Balurghat) বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সম্পত্তির পরিমাণ ২০১৯-এর লোকসভা ভোটের পর থেকে ১১৪ শতাংশ বেড়েছে।
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) পশ্চিমবঙ্গের তিনটি নির্বাচনী এলাকা - দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৭ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে। যে কেন্দ্রগুলিতে চলতি এপ্রিল মাসেই দ্বিতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে।
আরও পড়ুন- Kolkata Weather Today: পুড়ে ছারখার দক্ষিণবঙ্গ! আজও তাপপ্রবাহের চরম সতর্কবার্তা! এই পরিস্থিতি আর কতদিন?
রাজু বিস্তা, ২০১৯ সালে নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন তাঁর ১৫ কোটি টাকারও বেশি সম্পত্তি ছিল সেই সময়ে। তবে এই নির্বাচনের হলফনামায়, তিনি জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ আরও ৪৭ কোটি টাকা বেড়েছে। গতবারের লোকসভা নির্বাচনের সময়ে তাঁর যত টাকার সম্পত্তি ছিল তার চেয়ে এবার জমা দেওয়া হলফনামায় সম্পত্তি বৃদ্ধির অঙ্ক দেখানো হয়েছে ৩২ কোটি টাকারও বেশি।
আরও পড়ুন- Summer Vacation in Schools: তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ! স্কুলে এগোতে পারে গরমের ছুটি
উল্টোদিকে, ২০১৯ সালের নির্বাচনী হলফনামায় সুকান্ত মজুমদার তাঁর কাছে ৫৮ লক্ষ ২৫ হাজার টাকার সম্পত্তি থাকার কথা জানিয়েছিলেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) যে হলফনামা তিনি জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লক্ষ টাকা।
আরও পড়ুন- Premium: ব্যবধান প্রায় আড়াই লক্ষের! ভাড়াটে সৈন্য নিয়ে আলিপুরদুয়ারে পদ্মকাঁটা উপড়াতে পারবে তৃণমূল?