Advertisment

Kolkata Police: হাত আরও লম্বা হচ্ছে কলকাতা পুলিশের, রাজ্যমন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত?

Lalbazar: মুখ্যমন্ত্রীর ভাবনাতেই সিলমোহর রাজ্য মন্ত্রিসভার।

author-image
IE Bangla Web Desk
New Update
atghara kheyadah of narendrapur will come under kolkata police as new ps ,

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার।

Khiyadah and Atghara will be under the control of Kolkata Police: ভাঙড়ের পর এবার দক্ষিণ ২৪ পরগানই আরও কিছুটা অংশ কলকাতা পুলিশের আওতায় আসছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানাকে ভেঙে তিনটি থানা করা হবে। এর মধ্যে নরেন্দ্রপুর থানা থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের অন্তর্গত। নবনির্মিত খেয়াদহ এবং আটঘরা থানার নিয়ন্ত্রণ থাকবে লালবাজারের অধীনে। এতদিন এই দুই জায়গাই ছিল নরেন্দ্রপুর থানার মধ্যে।

Advertisment

বিধানসভায় এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, তিনি নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনতে চান। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই ভাবনায় সিলমোহর পড়ল। সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত হচ্ছে আটঘড়া অঞ্চলও।

আরও পড়ুন- Mamat Banerjee: মমতার সিদ্ধান্ত বদল, দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী

কলকাতা পার্শ্ববর্তী নরেন্দ্রপুর অঞ্চলে অসামাজিক কার্যকলাপের খবর সম্প্রতি বহুবার সংবাদ শিরোনামে এসেছে। তাই ওই এলাকার জোরদার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- Abhishek Banerjee: কোথায় তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক? বড় আশঙ্কার খবর শোনালেন সাংসদ সৌগত রায়

গত বছর রাজ্যব্যাপী পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা অঞ্চল। তৃণমূল এবং আইএসএ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙড়ে ভোট পর্ব মিটলেও অশান্তি থামেনি। অনেকের মৃত্যু হয়। নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে বাধা পেয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই গত জুলাই মাসে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। কলকাতা পুলিশের আওতায় তৈরি হয় পৃথক ভাঙড় ডিভিশন। এই ডিভিশনে মোট আটটি থানা থাকলেও আপাতত চারটি থানা কাজ করছে। ভার্চুয়াল মাধ্যমে ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট এবং চন্দনেশ্বর— এই চারটি থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Digha: দিঘায় কেলেঙ্কারি কাণ্ড, লজ্জায় মাথা হেঁট, সতর্ক থাকুন পর্যটকরা

Mamata Banerjee Mamata Government lalbazar kolkata police
Advertisment