/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/atin-ghosh.jpg)
KMC: কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র অতিন ঘোষ।
Athan Ghosh's mother Geeta Ghosh passed away: প্রয়াত কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষের মা গীতা ঘোষ। বুধবার সকালে আর জি কর মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫।
কলকাতার নলিন সরকার স্ট্রিটের বাড়িতে গত ২৭ জানুয়ারি ঘরের মধ্যে পুজোর কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন গীতাদেবী। তাঁর শরীরের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়। তড়িঘড়ি বৃদ্ধাকে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। তিন দিনের মাথায় সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অতীনবাবুর মা গীতা ঘোষ।
প্রত্যেক দিনের মতই গত শনিবার সন্ধ্যে নাগাদ বাড়িতেই পুজো করছিলেন গীতাদেবী। জানা গিয়েছে, সেই সময় প্রদীপ জ্বালাতে গিয়ে কোনও ভাবে তাঁর শাড়ির আঁচলে আগুন ধরে যায়। বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। দ্রুত তাঁকে উদ্ধার করে আর জি কর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গীতা দেবীর শরীরের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ অগ্নিদগ্ধ। চিকিৎসা চলললেও বয়স জনিত কারণে চিকিৎসায় সাড়া দিতে দেরি হচ্ছিল তাঁর।
জানা গিয়েছে, যে সময় এই দুর্ঘটনা ঘটেছিল সেই সময় কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ বাড়িতে ছিলেন না।