Sabitri Mitra: আক্রান্ত মালদার মানিকচক বিধানসভার তৃনমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অল্পের জন্যে রক্ষা পেলেন তিনি। মালদা মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে অপর একটি গাড়ি। তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি। কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতাতে গাড়িটি পাসকাটিয়ে বেড়িয়ে গেলেও সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িটি ফলো করতে থাকে। ভয়ে সাবিত্রি মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ঘাতক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
এই ঘটনা নিয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের অভিযোগ তাঁকে হত্যার উদ্দেশ্যে এই ভাবে হামলা চালানো হয়েছে। গোটা ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে পারছেন না তিনি। বিধায়কের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা পুলিশ। ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন বিধায়ক। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "একটি জরুরি কাজ সেরে ফিরছিলাম। ধরমপুরের কাছে একটি গাড়ি আমার গাড়িকে প্রচণ্ড জোরে সামনে থেকে ধাক্কা মারে আরেকটি গাড়ি। আমার গাড়ির চালক কোনো রকমে বাঁচিয়ে নেয়। দ্বিতীয়বার দেখি ওই গাড়িটি আমার গাড়িকে ধাওয়া করছে। আজ একটা বড় ঘটনা ঘটে যেতে পারত। এরপর আমি আমার এলাকার দিকে চলে যাই। পুলিশকে ফোনে গোটা ঘটনা জানাই। আইসি ও এসপি সাহেব তৎপরতার সঙ্গে আমাকে বের করেন। এরকম জীবনে কখনও ঘটেনি'।
উল্লেখ্য গত কয়েকদিনে একের পর এক শাসক নেতার উপর হামলার ঘটনা ঘটেছে মালদাতে। বছরের শুরুতেই ২রা জানুয়ারি প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তৃণমূলের সহ-সভাপতি দুলালচন্দ্র সরকারকে। এরপর ১৪ জানুয়ারি হাসা শেখ নামে আরেক তৃণমূল কর্মীকে খুনের ঘটনা ঘটে মালদাতেই। এবার সরাসরি বিধায়কের উপর হামলার ঘটনায় চিন্তা বাড়ছে শাসক শিবিরে।