Advertisment

Locket Chatterjee: 'অন্ধকার ছিল, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে', লকেটের মারাত্মক অভিযোগে হইহই কাণ্ড!

Attacks on Locket Chatterjee's Car: শনিবার রাতে বাঁশবেড়িয়ায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ঠিক সেই সময়েই এই ঘটনাটি ঘটে। গোটা ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি নেত্রী। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতেই এই ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ। যদিও বিজেপি বা লকেট চট্টোপাধ্যায়ের তোলা অভিযোগ নস্যাৎ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Attacks on Locket Chatterjees Car at hooghly bansberia

Locket Chatterjee: হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

Locket Chatterjee-Hooghly BJP Candidate: এবার হুগলির বিদায়ী সাংসদ তথা এবারের BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ-গো ব্যাক স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁশবেড়িয়ার ত্রিবেণী ঘোষ পাড়া এলাকায়। পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গাড়িতে উঠে গন্তব্যে ফিরছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ঠিক সেই সময়েই এই ঘটনা ঘটে।

Advertisment

শনিবার রাতে হুগলির (Hooghly) বাঁশবেড়িয়ার ত্রিবেণী ঘোষ পাড়ার ১৭ নং ওয়ার্ডে কালীপুজোর (Kali Puja) অনুষ্ঠানে গিয়েছিলেন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে বেরনোর পরপরই লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। কালো পতাকা দেখানো হয় বিজেপি প্রার্থীকে।

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারপার্সন শিল্পী চ্যাটার্জি ও স্থানীয় ২২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত সরকার। লকেটের গাড়ির উপর চড়-চাপড় মারা হয়। প্রতিবাদে পাল্টা বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরাও। শুরু হয় পথ অবরোধ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

মারাত্মক অভিযোগ লকেটের, কী বললেন বিজেপি প্রার্থী?

"গাড়িটা স্টার্ট করতেই কিছু লোক ধেয়ে এলে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিচ্ছিল। চারিদিক ঘিরে ধরে গাড়িতে মারতে থাকে। নিরাপত্তারক্ষীরা সামাল দেওয়ার চেষ্টা করেন। আমার গাড়ির কাচ ভাঙার চেষ্টা করে। এরই মধ্যে একজন গাড়িতে ওঠার চেষ্টা করে। সেই সময় গাড়িতে কেউ ছিল না। ওই সময়টায় অন্ধকার ছিল। গাড়িচালক তাকে ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। বড়সড় চক্রান্ত তৃণমূলের। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ওখানে ছিলেন। রাতবিরেতে মহিলার উপর আক্রমণ। তৃণমূল ভয় পেয়েছে।"

আরও পড়ুন- Digha: ভাবতেই পারবেন না! পর্যটকদের স্বার্থে অকল্পনীয় উদ্যোগ দিঘায়! যুগান্তকারী তৎপরতায় প্রশংসার স্রোত!

যদিও লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় তৃণমূলের যোগ নেই বলেই দাবি করেছেন চাঁপদানির বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন। তিনি বলেন, "বাঁশবেড়িয়ায় লকেট চ্যাটার্জিকে কালো পতাকা দেখানো হয়। উনি ৫ বছর সাংসদ থাকালানী কোভিড (Covid) বা লকডাউনে (Lockdown) মানুষের পাশে ছিলেন না। সাধারণ মানুষ ওকে কালো পতাকা দেখাতে পারেন। তবে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উনি করছেন সেটা সঠিক নয়। সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গেই আছে। রচনা ব্যানার্জির (Rachana Banerjee) জনপ্রিয়তা দেখে উনি ভয় পেয়ে যাচ্ছেন।"

আরও পড়ুন- Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা জানেন? জানলে ভিরমি খেতেই পারেন!

Locket Chatterjee Hooghly Attacked bjp loksabha election 2024
Advertisment