এ যেন ঠিক হিন্দি ছবির চিত্রনাট্য। দিনে-দুপুরে পেট্রোল পাম্পে চড়াও সশস্ত্র ডাকাতদল। গুলি চালিয়ে টাকা লুঠের চেষ্টা দুষ্কৃতীদের। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনা টের পেয়েই চিৎকার শুরু স্থানীয়দের। দুষ্কৃতীদের ধাওয়া শুরু আশেপাশের বাসিন্দাদের। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দুষ্কৃতীদের। দুষ্কৃতীরা লুঠপাট চালাতে না পারলেও তাদের ছোড়া কয়েক রাউন্ড গুলিতে ভরদুপুরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
মালদহের হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডী এলাকার একটি পেট্রোল পাম্পে শুক্রবার দুপুরে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। শূন্যে চার রাউন্ড গুলি চালিয়ে পাম্পে ঢুকে ডাকাতির চেষ্টা দুষ্কৃতীদের। পেট্রোল পাম্পের ক্যাশ বাক্স ভেঙে টাকা লুঠের সময়েই বিপত্তি। ঘটনা টের পেয়ে যান আশেপাশের বাসিন্দারা। এলাকাবাসীর কয়েকজন প্রবল চিৎকার শুরু করে দেন। এরই মধ্যে এলাকায় জড়ো হন স্থানীয় কয়েকজন। ডাকাতদলকে তাঁরাই ধাওয়া করা শুরু করেন।
পরিস্থিতি বেগতিক বুঝেই এলাকা ছেড়ে পালাতে শুরু করে দুষ্কৃতীরা। বাইকে চেপে তিন দুষ্কৃতীই দ্রুত এলাকা ছাড়ে। এদিকে ওই পেট্রোল পাম্পে থাকা টাকা লুঠ করতে না পারলেও দিনে দুপুরে গুলি ছোড়ার ঘটনা এবং ডাকাতির চেষ্টার বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন- SSC-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি: ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাক্তন উপদেষ্টা
ডাকাতির চেষ্টার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা দুষ্কৃতীদের প্রকাশ্যে গুলি ছোড়ার ছবি স্পষ্ট। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাপাইচন্ডী এলাকার ওই পেট্রোল পাম্পের মালিক বিনোদ গুপ্তা। তিনি হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তুলসিহাটার বাসিন্দা। এদিন পেট্রোল পাম্পে ডাকাতির চেষ্টার খবর পেয়েই সেখানে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে শুরু তল্লাশি।
পেট্রোল পাম্পের মালিক বিনোদ গুপ্তা জানিয়েছেন, পেট্রোল পাম্পে ডাকাতি উদ্দেশ্যেই এসেছিল দুষ্কৃতীরা। গ্রামবাসীদের তৎপরতায় ওরা টাকা লুঠ করতে পারেনি। দুষ্কৃতীরা পরপর চার রাউন্ড গুলি ছুঁড়ে এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশে অভিযোগ জানিয়েছেন পাম্প-মালিক। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, সিসিটিভি-র ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে।