ফের সরগরম রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক একটি অডিও পোস্ট বিজেপির। যদিও সেই অডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। রবিবার কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি তৃণমূলের। সেই কর্মসূচি চলাকালীন কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি করার 'নিদান' দিতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপিংসে। এক ব্যক্তি অন্য একজনকে এই 'নিদান' দিচ্ছেন বলে দাবি করা হয়েছে ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপিংসটিতে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপিংসটিতে এক ব্যক্তি অপর একজনকে বলছেন, 'ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে হবে। গুলি এমনভাবে চালাব যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। পুলিশের উপর বেশি কিছু করার দরকার নেই। কেন্দ্রীয় বাহিনীর মাথার উপর একটা ফায়ার করলে কাজ হয়ে যাবে। দু'একটা মরলে তারপর আমরা ডিএম অফিসে বসব। এমনই কথা হয়েছে।' যদিও কথাটি কে কাকে বলেছেন স্পষ্ট হয়নি। এই অডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূলের বিরুদ্ধ ষড়যন্ত্র করেই এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি, এমনই দাবি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর। তিনি বলেন, 'একটি অডিও পোস্ট করা হয়েছে। ছবি দুটি কার? কাল রাতেই আমরা এফআইর করেছি। পুলিশকে বলেছি আপনারা তদন্ত করে দেখুন। ফোন নম্বর জোগাড় করে এদের ধরার ব্যবস্থা করুন। এটা ষড়যন্ত্র।'
আরও পড়ুন- নিশীথের বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে হুংকার BJP রাজ্য-জেলা সভাপতির, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের
উল্লেখ্য, দিন কয়েক আগে বিএসএফ-এর গুলিতে এক রাজবংশি যুবকের মৃত্যু হয় কোচবিহারে। রাজবংশি যুবকের মৃত্যুতে কেন্দ্রীয় বাহিনীকেই কাঠগড়ায় তোলে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সভা করতে এসে রীতিমতো হুংকার দেন বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই মতো রবিবার ভোর থেকে কোচবিহারের ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে ঘেরাও কর্মসূচি নেয় তৃণমূল। যদিও আগেভাগে নিশীথ প্রামাণিকের বাড়ির আশেপাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই পাশাপাশি পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মেতায়েন রয়েছেন। ড্রোনে নজরদারি চালানো হচ্ছে। নিশীথ প্রামাণিকের বাড়ির দেড়শো মিটার দূরত্বে মঞ্চ বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন তৃণমূলের।
আরও পড়ুন- চায়ের দোকানে ঢুকতেই তৃণমূল নেতাকে পরপর গুলি, রোমহর্ষক-কাণ্ডে হুলস্থূল
বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের নামে চূড়ান্ত অপ্রীতীকর পরিস্থিত তৈরির জন্যই তৃণমূল বিশাল ছক কষেছিল। যদিও তৃণমূলের দাবি তাঁদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করেছে গেরুয়া দলই।