এবার অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগে বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও'ফারেল। তারপরই শিল্প-বাণিজ্য, সংস্কৃতি-সহ নানা বিষয়ে মত বিনিময়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল অস্ট্রেলিয়া।
Advertisment
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনের প্রতিনিধিদের বৈঠক। আর, তারপরই এল আমন্ত্রণপত্র।
এই ব্যাপারে অস্ট্রেলিয়া সরকারের 'স্পেশ্যাল ভিজিট প্রোগ্রাম'-এর আওতায় অস্ট্রেলিয়া প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী অভিষেকের অস্ট্রেলিয়ায় বিজনেস ক্লাসের টিকিটে যাওয়া, হোটেলে থাকা এবং খাওয়া-সহ অন্যান্য খরচ অস্ট্রেলিয়া সরকারই বহন করবে। এই কর্মসূচিতে একসপ্তাহ ধরে অভিষেক অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন।
চিঠিতে আরও বলা হয়েছে দিল্লিতে হলে ব্যারি ও'ফারেল অথবা কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রোয়ান এইনসওয়ার্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গোটা পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত জানাবেন। অভিষেক সম্মতি দিলে তাঁকে অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধি কেভিন গোহ-র সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করতে হবে। চিঠিতে গোহর মেইল অ্যাডেসও দিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও'ফারেল। যদিও এই ব্যাপারে অভিষেক এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই তৃণমূল সূত্রে খবর।
Advertisment
এর আগে চলতি মাসেই অস্ট্রেলিয়া সরকারের একটি উচ্চস্তরীয় প্রতিনিধিদল বাংলার বিধানসভা কক্ষে উপস্থিত হয়েছিল। সেই দলের নেতৃত্বে ছিলেন কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রোয়ান এইনসওয়ার্থ। বাংলার রাজনীতির খুঁটিনাটি জানতেই দলটি বিধানসভায় এসেছিল। বিধানসভায় বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানিয়েছে দলটি।
এর আগে গত জুলাই মাসে চোখের চিকিৎসা করাতে প্রথমে দুবাই ও পরে আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর ২০ আগস্ট তাঁকে মেয়ের হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। সেই সময়ই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর রটেছিল, আগামী ছয় মাসের মধ্যে চিকিৎসার জন্য ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে হতে পারে। তার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সফরের জন্য অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পেলেন।