Advertisment

তরুণীকে ‘অপহরণ করে হেনস্থা’! ধৃত অটোচালক

রাজারহাটে এক তরুণীকে হেনস্থার অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত অটোচালককে মঙ্গলবার গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata news, কলকাতার খবর

তরুণীকে হেনস্থার অভিযোগে ধৃত অটোচালক। প্রতীকী ছবি।

আবারও অটোচালকের দৌরাত্ম্যের সাক্ষী হল এ শহর। রাজারহাটে এক তরুণীকে হেনস্থার অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত অটোচালককে মঙ্গলবার গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। ২৮ বছরের এক ভিনরাজ্যের তরুণীকে অপহরণ করে হেনস্থার অভিযোগ উঠেছে শুভজিৎ নাথ নামে ওই অটোচালকের বিরুদ্ধে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা ১৫ মিনিট নাগাদ লেকটাউন থেকে অটোয় ওঠেন ভিনরাজ্যের এক তরুণী। ভিআইপি রোডের দিকে যাচ্ছিলেন ওই তরুণী। হঠাৎই রুট বদলে ওই মহিলা যাত্রীকে নিয়ে অন্যত্র যান জনৈক অটোচালক। এরপরই রাজারহাটে ইকো স্পেসের কাছে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই তরুণীকে অটোচালক হেনস্থা করেন বলে অভিযোগ।

আরও পড়ুন, মহানগর জুড়ে অটোর হয়রানি চলছেই, নেই কোনও নজরদারি

এ ঘটনা প্রসঙ্গে ডিসি ডিডি শিব মুরগান জানিয়েছেন, ‘‘ওই তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা করেন অটোচালক। সেসময়ই তরুণীর চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। তাঁরাই ওই তরুণীকে উদ্ধার করেন।’’

ইতিমধ্যেই এ ঘটনায় বিধাননগর মহিলা কমিশনারেটের মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৬, ৩৫৪, ৫০৬ ও ৫০৯ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এ শহরে অটোচালকদের দৌরাত্ম্যের ঘটনা এই প্রথমবার নয়। প্রায়শই অটোচালকদের দাদাগিরির ঘটনা সামনে এসেছে। কখনও ভাড়া নিয়ে বচসা তো কখনও রুট নিয়ে। অটোচালকদের দৌরাত্ম্য ঠেকাতে অগ্রণী হয়েছে প্রশাসন। অটোনীতি চালু করার একটি খসড়া প্রকাশ করেছিল রাজ্য পরিবহণ দফতর। অটো নীতির খসড়ায় বলা হয়েছে, যাত্রীদের স্বার্থে এবং নিরাপত্তার খাতিরে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। গাড়ির সামনে তীব্র আলো ব্যবহার করা যাবে না। উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজবে না। ইচ্ছেমত ভাড়া বাড়ানো যাবে না। যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে, মোবাইল ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে হবে, ট্রাফিক আইন মানতে হবে। যাত্রীদের অভিযোগ, এই খসড়ার অধিকাংশ নীতিই মানেন না অটোচালকরা।

Read the full story in English

kolkata news crime
Advertisment