Axiom-4 mission: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS)-এ সফলভাবে প্রায় দুই সপ্তাহ কাটানোর পর এবার পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। NASA সূত্রে জানা গিয়েছে, অ্যাক্সিয়ম-৪ মিশনের সদস্য শুক্লা ১৪ জুলাই পৃথিবীতে ফিরতে পারেন।
NASA-র কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এক সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা অ্যাক্সিয়ম-৪ মিশনের অগ্রগতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। এই মিশনের আনডক করার তারিখ নির্ধারিত হয়েছে এখন ১৪ জুলাই।” এই তথ্য সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে জানিয়েছে NASA।
এর আগে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) জানিয়েছিল, তাদের পোল্যান্ডের মহাকাশচারী স্লাভোস উজনানস্কি-ভিশনেভস্কি (Sławosz Uznański-Wiśniewski), যিনি শুভাংশু শুক্লার সহকর্মী হিসেবে অ্যাক্সিয়ম-৪ মিশনে রয়েছেন, তিনি ১৪ জুলাইয়ের পর জার্মানিতে ফিরে যাবেন। সেই অনুযায়ী শুক্লারও তার আগে পৃথিবীতে ফেরার সম্ভাবনা কম ।
প্রসঙ্গত, অ্যাক্সিয়ম-৪ মিশনে রয়েছেন চারজন মহাকাশচারী—ভারতের ISRO-র গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, NASA-র প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের ESA মহাকাশচারী স্লাভোস উজনানস্কি-ভিশনেভস্কি এবং হাঙ্গেরির ESA মহাকাশচারী টিবর কাপু।
এই মিশনটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ২৫ জুন উৎক্ষেপণ হয় এবং ২৬ জুন, ২৮ ঘণ্টার যাত্রার পর ড্রাগন স্পেসক্র্যাফ্ট আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফলভাবে ডক করে।